ভারতীয় বোর্ডের তোপে সঞ্জয় মাঞ্জরেকার, বাদ আইপিএলেও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৪ মার্চ ২০২০

ভারতের খেলা মানেই ধারাভাষ্যকক্ষে পরিচিত একটি মুখের উপস্থিতি, হাসিমুখের সঞ্জয় মাঞ্জরেকার। জনপ্রিয় এই ধারাভাষ্যকার হঠাৎই পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে। যার ফলে ধারাভাষ্যকারের চাকরিটাও হারালেন।

ঠিক কি কারণে মাঞ্জরেকারকে ধারাভাষ্য দল থেকে বাদ দিয়েছে বিসিসিআই, সেটি অবশ্য পরিষ্কার করে বলেনি। তবে ধারণা করা হচ্ছে, বিতর্কিত কয়েকটি মন্তব্যের কারণেই তাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এমনকি আসন্ন আইপিএলেও ধারাভাষ্যকক্ষে সাবেক এই ক্রিকেটারকে দেখা যাবে না বলে খবর বেরিয়েছে।

বিজ্ঞাপন

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই অনেকেই খেয়াল করেননি ধর্মশালায় এই ম্যাচটিতে ছিলেন না মাঞ্জরেকার। বিসিসিআইয়ের ধারাভাষ্যকার হিসেবে সুনীল গাভাস্কার, লক্ষণ শিবরামকৃষ্ণ ও মুরালি কার্তিক মাঠে ছিলেন। কিন্তু দেখা যায়নি মাঞ্জরেকারকে। এর মধ্যে করোনা শঙ্কায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল করা হয়েছে।

মুম্বাই মিররকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘তাকে (মাঞ্জরেকার) আইপিএলে থেকেও বাদ দেওয়া হতে পারে। আপাতত আমাদের চিন্তায় সেটা নেই, তবে এটাও ঠিক আমরা তার কাজে সন্তুষ্ট নই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধারাভাষ্যকার হিসেবে তিনি যতটা জনপ্রিয়, বিতর্কিত মন্তব্য করে ততটাই সমালোচনা কুড়িয়েছেন মাঞ্জরেকার। গত বিশ্বকাপের ঠিক আগে রবীন্দ্র জাদেজাকে ‘সীমিত ক্ষমতার ক্রিকেটার’ বলে বিতর্ক তৈরি করেছিলেন। আরেক ধারাভাষ্যকার হার্শা ভোগলে পেশাদার ক্রিকেটার খেলেননি বলে তার ক্রিকেটজ্ঞান নেই, এমন মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন মাঞ্জরেকার।

অবশ্য এসব ঘটনায় পরে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখপ্রকাশ করেছেন। তবে তাতে সম্ভবত মন গলেনি বিসিসিআইয়ের। চাকরি খুইয়েই কথার মূল্য চুকালেন মাঞ্জরেকার।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।