স্থগিত হতে যাচ্ছে পাকিস্তান সফরের তৃতীয় ধাপ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধ-প্রতিকারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনে জনসমাগম সম্বলিত অনুষ্ঠানের আকার কমিয়ে আনার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জনগণ যেনো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কার্যক্রম এমনভাবে উদযাপিত হবে, যাতে করোনাভাইরাস ছড়িয়ে জনগণ স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে।’

মূলত দেশনেত্রীর সেই কথা মেনেই জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আপাতত স্থগিত করা হয়েছে বিসিবির কর্মকান্ড। একইভাবে বন্দর নগরী চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ঢাকা প্রিমিয়ার লিগের ভেন্যু রাজধানী ঢাকায় নিয়ে আসা হয়েছে। সেটাই শেষ নয়। ভেতরের খবর, খুব সম্ভবত স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের শেষ অংশও।

বলার অপেক্ষা রাখে না, করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের শতাধিক দেশে। করেনাতঙ্ক ধীরে ধীরে গ্রাস করছে সবাইকে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হননি অনেক বিদেশি ক্রিকেটার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ (বুধবার) পড়ন্ত বিকেলে মিডিয়ার কাছে তা আকার ইঙ্গিতে স্বীকারও করেছেন।

আর ভেতরের খবর হলো, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই করোনা আতঙ্কের মধ্য দিয়ে ২১-২২ মার্চের দুই টি-টোয়েন্টি ম্যাচে তাদের ক্রিকেটার পাঠাতে রাজি নয়।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এশিয়া একাদশে যে চার ভারতীয় ক্রিকেটারের আসার কথা ছিল, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এমন করোনা আতঙ্কের ভেতরে ক্রিকেটারদের খেলতে আসায় থাকবে রাজ্যের ঝুঁকি। তাই তারা আসবে না। এর পাশাপাশি করোনা আতঙ্কে নানা বিমানবন্দর রুটেও আছে সমস্যা। তাই আরও কয়েক দেশের ক্রিকেটার খেলতে আসার ব্যাপারেও দেখা দিয়েছে সংশয়।

এরকম পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের তৃতীয় ভাগও সাময়িকভাবে স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, এরই মধ্যে চলে এসেছে জাতীয় দলের পাকিস্তান সফর। চলতি মাসের শেষদিকে (৩০-৩১ মার্চ) ক্রিকেট দলের তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত হয়ে আছে।

পরে করাচিতে ১ এপ্রিল একমাত্র ওয়ানডে আর ৫-৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রবল তোপে সে সফর সাময়িকভাবে স্থগিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখনই শেষ কথা বলতে নারাজ। আজ পড়ন্ত বিকেলে মিডিয়ার সঙ্গে আলাপে পাকিস্তান সফর নিয়ে তিনি বলেন, ‘দেখি! আমরা ওটা (পাকিস্তান সফর) নিয়েও কথা বলবো।’ বিসিবি বিগ বস যোগ করেন, ‘এ প্রসঙ্গগুলো ধাপে ধাপে আসবে। তা নিয়ে আমরা বোর্ডেও আলোচনায় বসবো।’

তবে যতদূর জানা গেছে, তা হলো বোর্ড পুরো করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব বিচার বিবেচনা করেই জাতীয় দল পাঠানো হবে। কোনোরকম ঝুঁকি থাকলে সফর বাতিল করার চিন্তাভাবনাও আছে। সেক্ষেত্রে পাকিস্তান সফরের শেষাংশ এখন না হওয়ার সম্ভাবনাই বেশি।

এআরবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।