স্থগিত হতে পারে মুজিববর্ষের ক্রিকেট-কনসার্টও!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৮ এএম, ০৯ মার্চ ২০২০

অনেক দেশ ঘুরে অবশেষে করোনাভাইরাস এসে পড়েছে বাংলাদেশেও। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ ব্যাপক জনসমাগম সমৃদ্ধ অনুষ্ঠান এরই মধ্যে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

মুজিববর্ষে ব্যাপক জনসমাগমপূর্ণ অনুষ্ঠানগুলো সাময়িকভাবে স্থগিত ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশ্ন জেগেছে, তাহলে শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ যে এআর রহমানের কনসার্ট এবং ২১ ও ২২ মার্চ যে বিশ্ব একাদশ বনাম অবশিষ্ট এশিয়া একাদশের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, তার ভবিষ্যত কী?

ওই দুটি আয়োজনেও তো ব্যাপক জনসমাগম ঘটবে। অন্তত ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাবেশ তো হবেই। সেক্ষেত্রে বিসিবি কি ভাবছে? শেষ পর্যন্ত ওই দুই ব্যাপক জনসমাগমপূর্ণ অনুষ্ঠান কি আদৌ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারবে?

এ কৌতুহলী প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। জানা গেছে, বিসিবির অভ্যন্তরেও তা নিয়ে কথা বার্তা চলছে। যদিও রোববার বোর্ড পরিচালক পর্ষদের সভা শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন যে, করোনাভাইরাসের আতঙ্ক থাকলেও ১৮ মার্চ এআর রহমানের কনসার্ট ও ২১-২২ মার্চের টি-টোয়েন্টি ম্যাচ দুটিই ঠিকমত অনুষ্ঠিত হবে।

তবে রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি জনস্বার্থে ব্যাপক লোক সমাগমের অনুষ্ঠান আপাতত বন্ধ করার ঘোষণা দেয়ার পর বোর্ডেও এ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।

জানা গেছে, বিসিবি তাৎক্ষণিকভাবে ওই দুই বড় আয়োজন আপাতত স্থগিতের ঘোষণা না দিলেও তা নিয়ে ভাবছে এবং দেশের জনগণের বৃহত্তর স্বার্থ তথা স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে ১৮ মার্চের কনসার্ট আর ২১ ও ২২ মার্চের বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ দুটি সাময়িকভাবে বন্ধ রাখার চিন্তা ভাবনা শুরু হয়েছে।

এ ব্যাপারে বোর্ডের একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (৯ মার্চ) বিসিবির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সঙোগ যোগাযোগ করা হবে এবং তাদের মতামত নিয়েই যা করার তা করা হবে।

তবে এটা ঠিক যে, অনেক মানুষের সমাগমের বড় আয়োজন যেখানে সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত হয়েছে, তাই জনস্বার্থে ক্রিকেট বোর্ডের ওই দুই ব্যাপক আয়োজনও অনিশ্চিত।

জানা গেছে, এ ব্যাপারে কাল সোমবার বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্তও ঘোষণা আকারে আসবে। সেটা নেতিবাচক হলে অবাক হবার কিছুই থাকবে না।

এআরবি/আইএইচএস/এমএসএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।