আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৪ মার্চ ২০২০

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছুটি কবিতার অংশ, ‘আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি।’ সিলেটের প্রচণ্ড গরমে তিনদিনের মধ্যে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার পর, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে সেই ‘ছুটি’ ছড়াটা মনে করার উপলক্ষ্য এনে দিয়েছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা।

সিরিজের পূর্ব নির্ধারিত সূচিতে ৪ ও ৫ মার্চ তথা বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশ দলের নিয়মিত অনুশীলনের কথা রয়েছে। তবে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে ৪ রানের শ্বাসরূদ্ধকর জয়ে সিরিজ নিশ্চিত হওয়ার পর, একদিনের জন্য সব কার্যক্রম থেকে ছুটি দেয়া হয়েছে টাইগারদের।

অর্থাৎ আজ (বুধবার) নেই জাতীয় দলের কোনো অনুশীলন। নিজেদের মতো করে বিশ্রামে সময় কাটাতে পারবেন মাশরাফি, তামিম, মুশফিকরা।

রোববার প্রথম ম্যাচ জেতার পরও সোমবার দলের পূর্ণাঙ্গ অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। তবে ঐচ্ছিক অনুশীলনে দলের ৯ ক্রিকেটার- মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও নাঈম শেখকে নিয়ে কাজ করেছিলেন নেইল ম্যাকেঞ্জি, রাসেল ডোমিঙ্গোরা।

আজ নেই সেই প্যারাও। পূর্ণ বিশ্রাম পাচ্ছেন টাইগাররা। তবে শেষ ম্যাচের আগে একদিনের অনুশীলন ঠিকই করবেন তারা। আগামীকাল দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলনে দেখা যাবে মাশরাফি-তামিমদের।

তবে বিশ্রামের সুযোগ নেই জিম্বাবুয়ের সামনে। দুই ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায় রয়েছে তারা। তাই আজও চলবে তাদের অনুশীলন। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হবে সেটি।

এসএএস/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।