প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করবে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মূল লড়াই শুরুর আগে আজ (মঙ্গলবার) দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সাভারের বিকেএসপিতে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।

অনানুষ্ঠানিক এ প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করবে সফরকারীরা। দুইদিনের ম্যাচটিতে মূলত ব্যাটসম্যান ও বোলারদের পরখ করে নেয়াই থাকবে দুই দলের মূল লক্ষ্য।

এ ম্যাচে বিসিবি একাদশে রয়েছে সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্কোয়াডের ছয় খেলোয়াড়- অধিনায়ক আকবর আলি, ওপেনার পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, পেসার শরিফুল ইসলাম, ব্যাটসম্যান শাহাদাত হোসেন এবং তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের বিপক্ষে খেলার সুযোগ পেলেন তারা।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ স্কোয়াড
মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিসাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড
সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমসেম মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, চার্ল মুমবা, টিনোটেন্ডা মুতমবদজি, আইন্সলে দলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং চার্ল্টন শুমা।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি
১৮-১৯ ফেব্রুয়ারি: দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি
২২-২৬ ফেব্রুয়ারি: একমাত্র টেস্ট, মিরপুর
০১ মার্চ: প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, সিলেট
০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর
১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১২ মার্চ: জিম্বাবুয় দলের ঢাকা ত্যাগ

এআরবি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।