গত আসরের ‘ফাইনাল’ দিয়েই শুরু এবারের আইপিএল
আইপিএলের নতুন আসর নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এরই মধ্যে আয়োজকরা ঘোষণা দিয়েছে, অনেক নতুনত্ব থাকবে টুর্নামেন্টটির তেরতম আসরে। যা শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। এবার বেড়ে গিয়েছে টুর্নামেন্টের দৈর্ঘ্যও। প্রায় পঞ্চাশ দিন ধরে হবে খেলা। যা আগের আসরগুলোতে ৪০-৪২ দিনেই সীমাবদ্ধ ছিলো।
এখনও পর্যন্ত এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউনসিল। তবে গণমাধ্যমে বেরিয়ে গেছে, সূচির চূড়ান্ত রূপ। যা তারা দিয়েছিল অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর অনুসন্ধানে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানা গেছে এবারের আইপিএলের সূচি।
যেখানে দেখা যাচ্ছে, গত আসরের ফাইনাল ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। অবাক হওয়ার কিছু নেই। সেই ফাইনাল ম্যাচটিই আবার হবে না। বরং, ফাইনালের দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস খেলবে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে। তবে ফাইনাল ম্যাচটি হায়দরাবাদে হলেও, এবারের উদ্বোধনী ম্যাচ হবে মুম্বাইয়ের ঘরের মাঠে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ মার্চ থেকেই শুরু হবে এবারের আইপিএল। অথচ ১৮ মার্চ পর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে ভারতের ক্রিকেটাররা। মাত্র ১১ দিনের ব্যবধানেই খেলতে নামবে জমজমাট টুর্নামেন্ট। আইপিএলের ফাইনাল হবে ২৪ মার্চ।
এখনও পর্যন্ত সূচির আনুষ্ঠানিক ঘোষণা দূরে থাক, পুরো আসরের সূচিই প্রস্তুত করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হয়েছে শুধু প্রথম পর্বের সূচি। জানানো হয়নি প্লে-অফ পর্বের খেলা কোথায় অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মার্চ থেকে শুরু হয়ে প্রথম পর্বের খেলা চলবে ১৭ মে পর্যন্ত।
মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম পর্বের সূচি
চেন্নাই সুপার কিংসের প্রথম পর্বের সূচি
কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের সূচি
দিল্লি ক্যাপিট্যালসের প্রথম পর্বের সূচি
কিংস এলেভেন পাঞ্জাবের প্রথম পর্বের সূচি
রাজস্থান রয়্যালসের প্রথম পর্বের সূচি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের প্রথম পর্বের সূচি
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম পর্বের সূচি
এসএএস/পিআর