১১ বছর পর সেই লাহোরে খেলতে নামবেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রায় ১১ বছর আগে, ২০০৯ সালে চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু দেখতে পেয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল পুরো শ্রীলঙ্কা ক্রিকেট দল। যেখানে আহত হয়েছিলেন সাঙ্গাকারা নিজেও।

সেই লাহোরে এক যুগ পর আবার খেলতে নামবেন সাঙ্গাকারা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে সাঙ্গাকারার পাকিস্তান সফর নিশ্চিত ছিলো আগেই। মঙ্গলবার জানা গেছে, এমসিসির এই পাকিস্তান সফরের সূচি এবং ম্যাচের ভেন্যু।

আগামী ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এক ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে এমসিসি। এ সফরের সবগুলো ম্যাচই হবে লাহোরে। যার ফলে প্রায় এক যুগ পরে সেই লাহোরেই আবার খেলতে নামবেন সাঙ্গাকারা। এমসিসি স্কোয়াডের অধিনায়কত্ব করবেন তিনি।

পাকিস্তান সফরের এমসিসি স্কোয়াড
কুমার সাঙ্গাকারা, রবি বোপারা, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারউই এবং রস হোয়াইটলি। কোচঃ আজমল শাহজাদ

এমসিসির পাকিস্তান সফরের সূচি
১৪ ফেব্রুয়ারি - এমসিসি বনাম লাহোর কালান্দারস (টি-টোয়েন্টি)
১৬ ফেব্রুয়ারি - এমসিসি বনাম পাকিস্তান শাহিনস (ওয়ানডে)
১৭ ফেব্রুয়ারি - এমসিসি বনাম নর্দার্ন (টি-টোয়েন্টি)
১৯ ফেব্রুয়ারি - এমসিসি বনাম মুলতান সুলতানস (টি-টোয়েন্টি)

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।