একসঙ্গে দু’জন ক্রিজে, আউট হলেন কে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

ভারতীয় ইনিংসের ৪৩তম ওভারের খেলা চলছিল। ভারতের রান তখন ৫ উইকেটে ১৬৮। বল করতে আসলেন বাংলাদেশের বাঁ-হাতি স্লো অর্থোডক্স রাকিবুল হাসান। ব্যাট করছেন ধ্রুব জুরেল এবং অথর্ব অ্যাঙ্কলেকর। এ দু’জন ১২ রানের জুটি গড়ে ভারতকে ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করছিলেন।

৪৩তম ওভারের দ্বিতীয় বলে রাকিবুল হাসানকে মোকাবেলা করলেন জুরেল। বলটাকে আলতো করে ফরোয়ার্ডে প্রেস করতে গিয়ে ঠেলে দেন পয়েন্টে। বলটা ঠেলে দিয়েই রানের জন্য দৌড় দেন জুরেল।

কিন্তু অ্যাঙ্কলেকর এই রান নিতে বারণ করেন জুরেলকে। রান নেয়ার ডাকে সাড়া দিলেন না তিনি। কিন্তু জুরেল সে দিকে আর তাকালেন না, চলে গেলেন নন স্ট্রাইকপ্রান্তে।

অন্যদিকে বাংলাদেশের ফিল্ডার শামিম হোসেন বলটা কুড়িয়ে ফেরত পাঠালেন স্ট্রাইক প্রান্তে উইকেটরক্ষক আকবর আলির হাতে। বলটা পেয়েই তিনি স্ট্যাম্প ভেঙে দেন।

আকবর আলি যখন স্ট্যাম্প ভাঙেন তখন নন স্ট্রাইকপ্রান্তে কে কার আগে ক্রিজে পৌঁছাবে সে প্রতিযোগিতা শুরু হয় জুরেল আর অ্যাঙ্কলেকরের মধ্যে। কে আউট হবেন, কে হবেন না- সেটা নির্ধারণ করার জন্য অবশেষে আম্পায়ারদের স্মরণাপন্ন হতে হয় টিভি আম্পায়ারের।

কিন্তু টিভি আম্পায়ারও দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান, কাকে আউট দেবেন- এই সিদ্ধান্তই নিতে পারছিলেন না তারা। তবে দেখা যাচ্ছিল, অ্যাঙ্কলেকরের চেয়ে এক ইঞ্চি এগিয়ে ছিলেন জুরেল। কিন্তু কাকে আউট দেবেন আম্পায়াররা- সে সিদ্ধান্তই নিতে পারছিলেন না। এ সময় দুই অনফিল্ড আম্পায়ারকে অনেকক্ষণ আলোচনা করতে দেখা যায়।

অবশেষে স্ট্রাইক প্রান্ত ছেড়ে ননস্ট্রাইকে আসা এবং স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্প ভাঙার কারণে আম্পায়াররা ধ্রুব জুরেলকেই আউট ঘোষণা করে মাঠ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন।

তবে, জুরেল ও অ্যাঙ্কলেকরের ব্যাট দিয়ে ক্রিজে পৌঁছার প্রতিযোগিতার ছবিটা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কঠোর সমালোচনাও করছেন অনেকে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।