নিষেধাজ্ঞা শেষে দলে ফিরল ভারতের ‘বিস্ময় বালক’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকেই আলো ছড়িয়েছিলেন ভারতের তরুণ তারকা, বিস্ময় বালক পৃথ্বি শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সে সিরিজের ৩ ইনিংসে ১১৮.৫০ গড়ে তার সংগ্রহ ২৩৭ রান। রান করেছিলেন সাবলীলভাবে, স্ট্রাইকরেট ছিলো অসাধারণ; ৯৪.০৪।

কিন্তু সে সিরিজের পর ইনজুরি এবং ডোপ টেস্টের কারণে নিষিদ্ধ হয়ে প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরেই ছিলেন ২০ বছর বয়সী পৃথ্বি। অবশেষে নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফেরানো হয়েছে তাকে। দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মার ইনজুরিতে কপাল খুলেছে মুম্বাইয়ের এ তরুণের।

তবে ব্যাট হাতে দারুণ ফর্মেও রয়েছেন পৃথ্বি। নিজের খেলা সবশেষ ১০ ম্যাচে ২ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৪টি ফিফটি। নিউজিল্যান্ডের মাটিতেই ভারতীয় ‘এ’ দলের হয়ে আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে খেলেছেন ১৫০ রানের ইনিংস। এর আগে রঞ্জি ট্রফিতে একই ম্যাচের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটি হাঁকান তিনি।

যে কারণে পৃথ্বিকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি ভারতীয় টিম ম্যানেজম্যান্টকে। পৃথ্বি ছাড়া নিউজিল্যান্ড সফরের ভারতীয় টেস্ট দলে রাখা হয়েছে ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকা দুই পেসার ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে। এদের মধ্যে ইশান্তকে অবশ্য রাখা হয়েছে পর্যবেক্ষণে। ফিটনেস ইস্যুর সমাধান হলেই মাঠে নামতে পারবেন তিনি।

ভারতের ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে আরেক তরুণ শুভমান গিলকেও। রোহিত শর্মার জায়গায় রিজার্ভ ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজেও স্কোয়াডে ছিলেন গিল। তবে খেলতে পারেননি কোনো ম্যাচে।

এছাড়া স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকা বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদভ। তবে জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত। অনভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনিকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ সফরের টেস্ট সিরিজে পাঁচ পেসারের সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচে। এরপর ক্রাইস্টচার্চে ২৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

নিউজিল্যান্ড সফরের ভারতীয় টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদভ, নবদ্বীপ সাইনি এবং ইশান্ত শর্মা।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।