লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের নতুন বোলিং কোচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২০

কোচিং স্টাফের সিংহভাগ সদস্যই যাননি পাকিস্তানে। নিরাপত্তা ইস্যু মাথায় রেখেই হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং ট্রেইনার হুলেন ক্যালেফাতো গিয়েছেন দলের সঙ্গে। এছাড়া রয়েছেন এইচপি ইউনিটের কোচ চম্পকা রামানায়েকেও।

তবে যাননি ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি কিংবা স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিরা। তারা না গেলেও, দায়িত্ব প্রাপ্তির পর প্রথম এসাইনমেন্টেই লাহোরে গিয়ে হাজির হয়েছেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন।

সবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচ হয়ে আসা গিবসনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথাবার্তা এগিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে পাকিস্তান সফরের আগের রাতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, গিবসনকে জাতীয় দলের বোলিং কোচ নিয়োগ দেয়ার খবর।

সেই বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছিল, দায়িত্ব বুঝে নিতে সরাসরি পাকিস্তানেই দলের সঙ্গে যোগ দেবেন গিবসন। যেই কথা সেই কাজ। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের সঙ্গে যোগ দিয়েছেন এ ক্যারিবীয় কোচ। ম্যাচ চলাকালীন সময়ে ইন্টারভিউও দিয়েছেন সম্প্রচারকারী টিভি চ্যানেলে।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।