রোববার দুপুরে শুরু পাকিস্তান সফরের তিনদিনের ক্যাম্প

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০

জাতীয় দলের কোচিং স্টাফের সাত বিদেশির মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিজিও হুলেন ক্যালেফ্যাতেই শুধু যাবেন। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন আর কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাসন পাকিস্তান যাবেন না।

হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিজিও ক্যালেফ্যাতের সঙ্গে পাকিস্তান যাবেন লঙ্কান চম্পকা রামানায়েকে (পেস বোলিং কোচ হিসেবে), সোহেল ইসলাম (ফিল্ডিং কোচ হয়ে) ও তুষার কান্তি হাওলাদার (ট্রেনারের কাজ করবেন)।

এদিকে আজ দুপুরে ১৫ সদস্যর দল ঘোষণাও শেষ। এখন বিপিএল শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরুর পালা। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে পাকিস্তান সফরের প্রস্তুতি ক্যাম্প।

আগামী ১৯-২১ জানুয়ারি তিনদিন চলবে জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। পরে ২৩ জানুয়ারি জাতীয় দল যাবে পাকিস্তান। আগামী ২৪ জানুয়ারি লাহোরে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবকয়টা ম্যাচই হবে লাহোরে।

যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ মানেই দিবা রাত্রির খেলা। তাই বাংলাদেশ দলের তিন দিনের প্র্যাকটিসই দুপুর ও বিকেলে। রোববার প্র্যাকটিস শুরু দুপুর ২টায়। আর ২০ ও ২১ জানুয়ারির অনুশীলন শুরু হবে বেলা ১টায়।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

এআরবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।