শিরোপা লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

অবশেষে সামনে হাজির সেই মাহেন্দ্রক্ষণ। বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন খুঁজে নেয়ার জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালস। যে দল জিতবে, চকচকে ট্রফিটা ওঠবে তাদেরই হাতে।

শিরোপার এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ টস জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আন্দ্রে রাসেলের রাজশাহী প্রথমে ব্যাটিং করবে।

রাজশাহী একাদশ : লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।

খুলনা একাদশ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহীম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম, তানভীর ইসলাম।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।