ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২০

দেখতে দেখতে শেষ হয়ে এলো বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর। ইতিমধ্যেই ফাইনালের এক দল নির্ধারিত হয়ে গেছে। এবার আরেকটি দল চূড়ান্ত হওয়ার অপেক্ষা।

মিরপুরে সেই দলটির খুঁজেই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুনকে বিদায় করে আগেই ফাইনালে নাম লিখিয়েছে খুলনা টাইগার্স। আজকের (বুধবার) লড়াইয়ে যে দল জিতবে, তারা ফাইনালে মুখোমুখি হবে মুশফিকের দলের।

এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথমে ব্যাটিং করবে।

চট্টগ্রাম একাদশ : ইমরুল কায়েস, ক্রিস গেইল, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আসেলা গুনারত্নে, চ্যাডউইক ওয়ালটন, রায়াত এমরিট, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা।

রাজশাহী একাদশ : লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নেওয়াজ, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।