এবার ওয়ানডে অভিষেক সেই লাবুশানের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০

টেস্ট ক্রিকেটে গতবছরের সবচেয়ে বড় বিস্ময় ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে। ছিলেন গতবছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার সাফল্যে মূখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। নিজের সবশেষ টেস্টেও খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১৫ রানের ইনিংস।

এবার সেই লাবুশানেকে ওয়ানডে ক্যাপও উপহার দিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো লাবুশানের। অস্ট্রেলিয়ার ২২৯তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে নাম লেখালেন তিনি। স্টিভেন স্মিথ তাকে তুলে দিয়েছেন ওয়ানডে ক্যাপ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। যার ফলে অভিষিক্ত লাবুশানেকে ব্যাট হাতে নামতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় দলের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান। রোহিত শর্মা আউট হয়েছেন ১০ রান করে। লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ব্যাট করছেন দ্বিতীয় উইকেট জুটিতে।

ভারত একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদভ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারে, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।