দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে বের করে দিচ্ছে ইংল্যান্ড
ঘরের মাঠ কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের কাছে হারের মুখে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অলৌকিক কিছু না হলে এই ম্যাচ বাঁচানোই দায় হয়ে যাবে ফ্যাফ ডু প্লেসি বাহিনীর। ধীরে ধীরে ম্যাচ থেকে স্বাগতিক প্রোটিয়াদের বের করে দিচ্ছে ইংল্যান্ড।
ম্যাচের তৃতীয় দিন শেষ সেশন শুরু হতে না হতেই ইংল্যান্ডের লিড ছাড়িয়ে গেছে ২০০ রান। এ রিপোর্ট লেখার সময় শেষ দিনের খেলা বাকি তখনও প্রায় এক ঘণ্টা। ততক্ষণে ইংল্যান্ডের লিড দাঁড়িয়েছে ২১৭ রান।
প্রথম ইনিংসেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইংলিশরা। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা।
প্রোটিয়া পেসারদের আগুনে বোলিং সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রতিটি ব্যাটসম্যানই চেষ্টা করছেন দলের জন্য কিছুটা হলেও অবদান রাখার।
২৮ রানের মাথায় প্রথম উইকেট পড়লেও ওপেনার জ্যাক ক্রাউলি ৩৫ বল খেলে করেন ২৫ রান। জো ড্যানলি ১১১ বল মোকাবেলা করে আউট হয়েছেন ৩১ রান করে।
প্রোটিয়া বোলারদের ভালোই পরীক্ষা নিচ্ছেন ইংল্যান্ডের আরেক ওপেনার ডোম সিবলি। এ রিপোর্ট লেখার সময় তিনি অপরাজিত রয়েছেন ৭০ রানে। বল খেলেছেন ১৮৪টি। তার সঙ্গী হিসেবে ৬০ বলে ৩৫ রান নিয়ে রয়েছেন জো রুট।
মোটামুটি ডোম সিবলি আর জো রুটের ব্যাটে গড়ে উঠেছে ১১৬ রানের অপরাজিত জুটি। প্রোটিয়াদের হয়ে দুই উইকেট নেন কাগিসো রাবাদা এবং অ্যানরিখ নর্তজে।
এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ১৭১। প্রথম ইনিংসে ২৬৯ রান করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে প্রোটিয়ারাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ২২৩ রান করে অলআউট হয়ে যায় তারা।
আইএইচএস/এমএস