হেডের সেঞ্চুরি, ৪৬৭ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

সেঞ্চুরি করতে পারলেন না মার্নাস ল্যাবুশানে। সেঞ্চুরির সম্ভাবনা ছিল স্টিভেন স্মিথেরও। ৭৭ রান নিয়ে আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আর মাত্র ৮ রান যোগ করতে পেরেছেন তিনি। ৮৫ রান করার পরই ফিরে গেছেন নেইল ওয়াগনারের বলে। সেঞ্চুরির সম্ভাবনা শেষ হয়ে গেলো তারও।

এরপর ট্রাভিস হেড আর অধিনায়ক টিম পেইন মিলে নিউজিল্যান্ডের মাথা ব্যাথা তৈরি করলেন। দু’জনই পৌঁছে যান সেঞ্চুরির সম্ভাবনায়। কিন্তু তিন অংকের ঘরে পৌঁছাতে পারলেন কেবল ট্রাভিস হেড। তিনি আউট হলেন ১১৪ রান করে। অধিনায়ক টিম পেইন ফিরে গেলেন ৭৯ রান করে।

 

new1

হেড-পেইন ফিরে যেতেই দ্রুত শেষ হয়ে গেলো অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৩৪ রানের মাথায় আউট হন টিম পেইন। এরপর ৪৫৮ রানের মাথায় অষ্টম উইকেট হিসেবে ফিরে যান ট্রাভিস হেড। শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া অলআউট হলো ৪৬৭ রানে।

নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার ৮৩ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩টি, কলিন ডি গ্র্যান্ডহোম ২টি এবং ট্রেন্ট বোল্ট নেন ১টি উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকেই ব্যাট করার জন্য পাঠায় নিউজিল্যান্ড। স্টিভেন স্মিথের অপরাজিত ৭৭ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান। ট্রাভিস হেড অপরাজিত থাকেন ২৫ রানে। দ্বিতীয় দিন আজ ব্যাট করতে নেমে স্মিথ মাত্র ৮ রান যোগ করেই বিদায় নেন।

এরপর উইকেটে নেমে ট্রাভিস হেডের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক টিম পেইন। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৫০ রানের অনবদ্য এক জুটি। ৭৯ রান করে টিম পেইন বিদায় নিলে জুটিটাও ভাঙে। ম্যাচের শুরুতেই ৪১ রান করেছিলেন ওয়ার্নার, মিডল অর্ডারে ৩৮ রান করেন ম্যাথ্যু ওয়েড। ১৪ রান করেন জেমস প্যাটিনসন।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।