কেন রুশোর এমন উদযাপন?
সহজ জয় তখন নিশ্চিত। ইনিংসের অর্ধেক শেষ হওয়ার পর, বাকি অর্ধেকে তাদের জয়ের জন্য করতে হতো ৬০ বলে মাত্র ২২ রান। একাদশ ওভারে রংপুর রেঞ্জার্সের বাঁহাতি স্পিনার আরাফাত সানি বোলিংয়ে আসতেই রিভার্স সুইপ খেলে সীমানা ছাড়া করলেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকা তারকা ব্যাটসম্যান রাইলি রুশো।
জয়ের জন্য রানের চাহিদা কমে আরও ৪ রান, ব্যক্তিগত মাইলফলক টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধশতকে। প্রথম ম্যাচে অপরাজিত ৬৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪২ রানে আউট। আজ (শুক্রবার) আবার অপরাজিত থাকেন ম্যাচজয়ী ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলে। খুলনাও ম্যাচ জিতে যায় ৪৫ বল হাতে রেখে।
তবে এ সহজ জয়ের ম্যাচে বাড়তি বিনোদন যোগ করেছে পঞ্চাশ ছোঁয়ার পর রুশোর ভিন্নরকম এক উদযাপন। রিভার্স সুইপ খেলা সেই বল সীমানা পার হতেই হেলমেট খুলে এক হাত মুখে দিয়ে অন্য হাত ছড়িয়ে দিয়ে নাচতে থাকেন গানের তালে। বেশ কয়েক মিনিট ধরে করা এ উদযাপন শেষে বোঝা যাচ্ছিলো, বেশ উপভোগ করেছেন রুশো।
কিন্তু কেনো এমন উদযাপন? এর পেছনে রহস্যই বা কী? সাধারণত এটিকে বলা হয় ভুভুজেলা উদযাপন। রুশোও কী গ্যালারিতে ভুভুজেলা চাচ্ছেন বলে বার্তা দিলেন এমন উদযাপনের মাধ্যমে?- ঘুরছিলো এমন অনেক প্রশ্ন। ম্যাচশেষে যার উত্তর দিলেন রুশো নিজেই।
ভুভুজেলা নয়, বরং ফুটবলের ভিডিও গেম ফিফা থেকে দেখেই এমন উদযাপন করেছেন তিনি। রুশো বলেন, ‘ওমন উদযাপনের ব্যাপারে বলবো যে, এটা আসলে ফিফা গেমের একটা উদযাপন। গেমের মধ্যে একটা উদযাপন আছে এমন। আমি দলের অন্যান্য খেলোয়াড়দের বলছিলাম যে, যদি পঞ্চাশ করতে পারি তাহলে এভাবে উদযাপন করবো।’
এসএএস/এমএমআর/এমকেএইচ