হ্যাটট্রিকের বছরে কুলদ্বীপের আরেকটি হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

ওভারের চতুর্থ বলে ফর্মে থাকা ওপেনার শাই হোপকে ক্যাচে পরিণত করলেন অধিনায়ক বিরাট কোহলির হাতে। পরের বলে জেসন হোল্ডারকে ফেললেন স্টাম্পিংয়ের ফাঁদে। হ্যাটট্রিক বলে রংআন ডেলিভারিতে আলঝারি জোসেফকে সাজঘরে পাঠালেন কেদর যাদবের হাতে ক্যাচ বানিয়ে। ব্যস! হয়ে গেল হ্যাটট্রিক।

প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে হ্যাটট্রিক তথা টানা তিন বলে তিন উইকেট নেয়ার ১০৫তম ঘটনা এটি। যার রুপকার ভারতের চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। দেড়শ বছরে হওয়া ১০৫ হ্যাটট্রিকের মধ্যে ১০টিই হয়েছে চলতি বছর, যার মধ্যে ৪টিই করেছেন ভারতের বোলাররা।

বিশাখাপত্তমে লোকেশ রাহুল ও রোহিত শর্মার সেঞ্চুরির পর শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্তের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। ১৫৯ রানের ইনিংস খেলে একগাদা রেকর্ড গড়েছেন রোহিত, এক ওভারে ৩১ রান নিয়ে রেকর্ডবুকে নাম তুলেছেন আইয়ার-পান্তরাও।

তবে এই ম্যাচে যে আরও কীর্তি বাকি ছিলো তাই বোঝালেন কুলদ্বীপ। পরপর তিন বলে হ্যাটট্রিক করে গড়লেন প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে জোড়া হ্যাটট্রিকের রেকর্ড। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটেই নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন কুলদ্বীপ।

ভারতের হয়ে কুলদ্বীপসহ আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন মোট ৮ জন বোলার। তারা হলেন টেস্টে হরভজন সিং (২০০১), ইরফান পাঠান (২০০৬), জাসপ্রিত বুমরাহ (২০১৯), ওয়ানডেতে চেতন শর্মা (১৯৮৭), কপিল দেব (১৯৯১), কুলদ্বীপ যাদব (২০১৭ ও ২০১৯) মোহাম্মদ শামি (২০১৯) এবং টি-টোয়েন্টিতে দীপক চাহার (২০১৯)।

শুধু নিজ দেশের হয়েই নয়, সবমিলিয়েও দারুণ এক কীর্তি গড়েছেন কুলদ্বীপ। বিশ্বের মাত্র ষষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দুইটি হ্যাটট্রিক করেছেন। কুলদ্বীপের আগে এই কীর্তি গড়া পাঁচজন হলেন লাসিথ মালিঙ্গা (৩টি), ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক, চামিন্দা ভাস ও ট্রেন্ট বোল্ট। এদের মধ্যে মাত্র দ্বিতীয় স্পিনার কুলদ্বীপ।

এসএএস/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।