৪০০ নিয়ে আক্ষেপ নেই ওয়ার্নারের, বরং ৩ মিনিট পাওয়ায় খুশি
যেভাবে খেলছিলেন, ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ডটা পড়ে গিয়েছিল হুমকির মুখে। অস্ট্রেলিয়া চাইলেই হয়তো ডেভিড ওয়ার্নার এই রেকর্ডটা নিজের করে নিতে পারতেন, সুযোগ ছিল। কিন্তু দলের কথা ভেবে কোনো সুযোগই দেয়া হলো না অসি ওপেনারকে। সত্যিই কি তাই?
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দিবারাত্রির অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ডেভিড ওয়ার্নার বরং শোনালেন উল্টো কথা। তাকে নাকি বাড়তি ৩ মিনিট সময় দেয়া হয়, যেটিই বরং পাওয়ার কথা ছিল না।
আসল ঘটনাটি কি? এই বাড়তি ৩ মিনিটই বা কেন দেয়া হলো? জানতে নিশ্চয়ই আগ্রহ হচ্ছে সবারই। ওয়ার্নারের ৩৩৫ রানে অপরাজিত থাকা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, এরই মধ্যে জানা গেল চমকপ্রদ এক তথ্য।
টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটির মালিক ম্যাথু হেইডেন। ৩৮০ রান করে ব্রায়ান লারার আগের রেকর্ডটি (৩৭৫ রানের) ভেঙেছিলেন সাবেক এই অসি ওপেনার। পরে লারাই আবার ৪০০ করে রেকর্ড নিজের করে নেন।
এবার সেই লারার রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন আরেক অস্ট্রেলিয়ান। তবে অস্ট্রেলিয়া দল নাকি ওতদূর ভাবেনি। ৩৩৪ রান নিয়ে যৌথভাবে দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন স্যার ডন ব্র্যাডম্যান আর মার্ক টেলর। তাদের এই রানটা পার করার জন্যই নাকি দলের ইনিংস ঘোষণার নির্ধারিত সময়ের চেয়ে ৩ মিনিট বেশি দেয়া হয় ওয়ার্নারকে।
যেখানে অধিনায়ক টিম পেইনের দোষ দেখছেন সবাই, সেখানে ওয়ার্নারই জানালেন স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটে ইনিংস ঘোষণার পরিকল্পনা থাকলেও ব্র্যাডমান-টেলরের রেকর্ড ভাঙার জন্য বাড়তি সময় দেয়া হয় তাকে। তাছাড়া টেস্টের তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা আছে, সেটাও জানানো হয় ওয়ার্নারকে।
অসি ওপেনার তাই আক্ষেপের কিছুই দেখছেন না। সবকিছু পরিকল্পনামাফিকই হয়েছে দাবি করে বরং সন্তুষ্টি প্রকাশ করলেন তিনি। ওয়ার্নার বলেন, ‘আমার এটা নিয়ে (৪০০ রান) ভাবনা ছিল না। আমরা আসলে আগামীকালের আবহাওয়া নিয়ে ভাবছিলাম। চেয়েছিলাম যাতে হাতে যথেষ্ট সময় রাখা যায়। আমাদের পরিকল্পনা ছিল কয়েকটি উইকেট নিয়ে দিন শেষ করার, ছয়টা নিতে পেরেছি। যদি কাল বৃষ্টি হয়, তবে বোলাররা বিশ্রাম নিতে পারবে। শেষ দুইদিনে চেষ্টা করতে পারবে ১৪ উইকেট নেয়ার। তাই আমাদের মোটেই এমন ভাবনা ছিল না যে রেকর্ড বা অন্যকিছু করতে হবে।’
ইনিংস ঘোষণা নিয়ে ওয়ার্নার বলেন, ‘প্রথম আমি ব্যাটিংয়ের সময় স্মিথকে জিজ্ঞেস করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, তাদের কত ওভার দিলে ভালো হবে? চা বিরতির সময় আমি তাদের জিজ্ঞেস করি, কখন আমরা ইনিংস ঘোষণা করব? তারা বলে, ৫টা ৪০ মিনিটে। আমি বলেছিলাম, ঠিক আছে। আমি শুধু শেষ ওভার পর্যন্ত সময়টা দেখছিলাম (৫টা ৪০)। পেইন আমাকে তারপরও সময় দিয়েছে, যাতে ৩৩৪ পার করতে পারি।’
এমএমআর/এমকেএইচ