ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ইংলিশ স্পিনার
ডায়রিয়ার সঙ্গে বমি, পেটের মারাত্মক পীড়ায় মাঠ থেকেই হাসপাতালে যেতে হলো ইংলিশ স্পিনার জ্যাক লিচকে। হ্যামিল্টনে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টিস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি।
২৮ বছর বয়সী লিচ যদিও এই টেস্টে একাদশে জায়গা পাননি। আগের টেস্টে ২ উইকেট পাওয়া এই বোলিং অলরাউন্ডার ছিলেন সাইড বেঞ্চে। সেখানে বসে খেলা দেখছিলেন, সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থবোধ করা লিচকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, রাতে হয়তো হাসপাতালেই থাকতে হবে এই স্পিনারকে।
লিচের সতীর্থ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, ‘কিছুটা উদ্বিগ্ন হওয়ার মতো খবর। তবে তাকে দেখাশোনা করার জন্য আমাদের দারুণ একটি মেডিকেল দল আছে।’
হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে মোটামুটি ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তারা করেছে ৩৭৫। জবাবে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।
এমএমআর/এমকেএইচ