ভারতে স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটছে লিটনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

টেস্ট সিরিজ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। দুই টেস্টেই ইনিংস পরাজয়ের লজ্জায় শেষ হয়েছে। টাইগার দলের ক্রিকেটাররা ভারতে এমন এক সিরিজ শেষ করে একসঙ্গে দেশে ফেরেননি, আলাদা আলাদা করে আসছেন।

কয়েকজন দেশে চলে এসেছেন। লিটন দাস, নাইম হাসান, মুশফিকুর রহীমসহ কয়েকজন রয়ে গেছেন ভারতেই। এর মধ্যে নাইম হাসান আটকে গেছেন ভিসা জটিলতায়। লিটন আর মুশফিক ব্যক্তিগত কারণে রয়ে গেছেন কলকাতা।

লিটন দাসের তো মাঠের বাইরের অবসর সময়টা দুর্দান্ত কাটছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সেভাবে ঘুরোঘুরি করার সময় হয়নি। কলকাতায় তাই সময়টা উপভোগ করার সুযোগ মিস করেননি টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

LITON.jpg

মঙ্গলবার স্ত্রী সঞ্চিতা দাসকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান লিটন। তারপর শপিং, কেনাকাটা করেছেন কলকাতায়। শপিংয়ের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিটন নিজেই।

বৃহস্পতিবার সস্ত্রীক দেশে ফেরার কথা রয়েছে লিটনের। ভিসা জটিলতা কাটলে বুধবারই ফিরবেন নাইম হাসান। তবে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করা মুশফিকুর রহীম ফিরবেন আরও কয়েকদিন পর। তিনিও স্ত্রী নিয়ে কলকাতায় রয়েছেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।