‘পাস মার্ক’ পেলে নিজেকে যা পুরস্কার দেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। চার ম্যাচের ৭ ইনিংসে করেছিলেন ৭৭৪ রান। ফলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তার ওপর ছিলো অনেক বেশি প্রত্যাশা।

কিন্তু সিরিজের প্রথম ম্যাচে সে প্রত্যাশা মেটাতে পারেননি স্মিথ। ইয়াসির শাহর লেগস্পিনে সরাসরি বোল্ড হওয়ার আগে করতে পেরেছেন মাত্র। অস্ট্রেলিয়া ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে নেয়ায়, দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগও পাননি তিনি। যার ফলে নিজের ব্যর্থতার শাস্তি অভিনব উপায়েই দিয়েছেন স্মিথ।

ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে সময়মত টিম বাস ধরতে পারেননি তিনি। পরে কোনো গাড়ির অপেক্ষা না করে, প্রায় ৩ কিলোমিটার পথ দৌড়ে টিম হোটেলে পৌঁছান স্মিথ। এমনটা করার কারণ কী? জানতে চাওয়া হলে, স্মিথের উত্তর দেন, ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি দেয়ার জন্যই এমনটা করা।

তবে শুধু ব্যর্থতার শাস্তিই নয়, নিজেকে ভালো খেলার পুরষ্কারও দেন স্মিথ। তবে সেই ভালোটা আবার গড়পড়তা কোনো ইনিংস নয়, সোজা ১০০! কারণ অসি তারকার কাছে ন্যুনতম পাস মার্কই হলো ১০০। আর যেদিন এই পাস মার্ক পেয়ে যান তিনি, রাতের বেলা বড়সড় এক চকলেট বার পুরষ্কার দেন নিজেকে।

এই ব্যর্থতার শাস্তি ও পাস মার্কের পুরস্কারের কথা নিজেই জানিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি যখন রান করতে পারি না, তখন সবসময় নিজেকে শাস্তি দেই। যেমনটা করে থাকি রান পাওয়ার পরে নিজেকে চকলেট বার পুরষ্কার দেয়ার মাধ্যমে, যদি আমি সেঞ্চুরি করতে পারি। হ্যাঁ, আমি যখন ব্যর্থ হই তখন অনেক দৌড়াই বা জিমে সময় দেই বা নিজেকে ছোট ছোট শাস্তি দেই।’

এসময় নিজের পাস মার্ক ও ফেইল মার্কের ব্যাপারে জানাতে গিয়ে স্মিথ বলেন, ‘পাস মার্ক তো সবসময় ১০০ রান! আর ফেইল মার্ক নির্দিষ্ট নেই। আমার যদি মনে হয় যে যথেষ্ঠ রান করতে পারিনি, সেটাই ফেইল মার্ক (হাসি)।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।