মাঠে বসে বেটিংয়ের সময় ইডেনের গ্যালারি থেকে ৩ জুয়ারি আটক
ইডেন গার্ডেনসে দিবারাত্রির টেস্ট উপলক্ষ্যে গোলাপি উৎসবে মেতেছিল পুরো কলকাতা শহর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতায় সে উৎসব থেমে গেছে মাত্র আড়াইদিনেই। তবে স্বাগতিক দেশ ভারত ঠিকই উৎসবের রঙে ভাসিয়েছে নিজেদের, রেকর্ড গড়েই জিতেছে নিজেদের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ।
এরই মাঝে জানা গেলো, ইডেনে উৎসবের মাঝেই জুয়ার রমরমা আসর সাজিয়েছিল সংঘবদ্ধ জুয়ারি চক্র। যারা মাঠে বসেই পরিচালনা করছিল অনলাইন জুয়ার আসর। গোপন তথ্যের ভিত্তিতে এমন ৩ জুয়ারিকে সরাসরি মাঠ থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পরে এই ৩ জুয়ারির দেয়া তথ্য থেকে আরও ২ জুয়ারিকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ইডেন থেকে আটককৃত ৩ জুয়ারি মাঠে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছিলো। উপস্থিত দর্শকদের কয়েকজনের কাছ থেকে তথ্য পেয়ে গ্যালারি থেকে শম্ভু দয়াল, মুকেশ গের ও চেতন শর্মাকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ১০টি মোবাইল এবং ৪টি ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।
পরে এ তিনজনকে জেরা করে সদর স্ট্রিটে হানা দিয়ে একটি হোটেল থেকে অভিষেক শুক্লা ও আইয়্যুব আলি নামের আরও ২ জনকে আটক করে কলকাতা পুলিশ। হোটেলে বসে গ্যালারিতে থাকা ৩ জুয়ারির সঙ্গে একত্রে জুয়ার আসর পরিচালনা করছিলেন এই ২ জন। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি, ৬টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়।
আটকদের বিরুদ্ধে ময়দান থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) এবং ৪২০ ধারার পাশাপাশি জুয়া আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এসএএস/পিআর