স্যার ব্র্যাডম্যানকেও পেছনে ফেলেছেন আগারওয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৬ নভেম্বর ২০১৯

দিনের শেষ ঘণ্টার খেলা, ১৯৬ রানে অপরাজিত ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। মেহেদি হাসান মিরাজের ফ্লাইট দেয়া ডেলিভারিটি লং অন সীমানা দিয়ে সোজা গ্যালারিতে পাঠালেন আগারওয়াল, পৌঁছে গেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ডাবল সেঞ্চুরিতে।

এখনও পর্যন্ত মাত্র ১২ ইনিংস খেলেছেন আগারওয়াল, তাতেই হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি। যার দুইটিই আবার দুইশ ছাড়ানো ইনিংস। এছাড়া রয়েছে আরও তিনটি অর্ধশত রানের ইনিংস। সবমিলিয়ে ক্যারিয়ারের শুরুটা এক কথায় দুর্দান্ত করেছেন ডানহাতি এ ওপেনার।

আর ৮ টেস্ট ও ১২ ইনিংসের ছোট্ট ক্যারিয়ারেই তিনি ভেঙে দিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড। নিজের ৮০ ইনিংসের ক্যারিয়ারে বিশ্ব রেকর্ড ১২টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্র্যাডম্যান। দ্বিশতকের সংখ্যায় তার কাছাকাছি রয়েছেন কুমার সাঙ্গাকারা, ১১টি।

তবে ক্যারিয়ারের প্রথম দুইটি ডাবল সেঞ্চুরি করতে নিজের তুলনায় খানিক বেশিই সময় নিয়ে ফেলেছিলেন স্যার ডন। টেস্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করতে ১৩ ইনিংস লেগে যায় তার। ব্র্যাডম্যানের চেয়ে এক ইনিংস কম খেলেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মায়াঙ্ক।

ব্র্যাডম্যানকে পেছনে ফেললেও, জোড়া ডাবল সেঞ্চুরিতে দ্রুততম ব্যাটসম্যান হতে পারেননি আগারওয়াল। এ তালিকায় সবার ওপরে রয়েছেন আগারওয়ালেরই স্বদেশি ভিনোদ কাম্বলি। ক্যারিয়ারের প্রথম ৫ ইনিংসেই দুইটি ডাবল সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দ্রুততম সময়ে জোড়া ডাবল সেঞ্চুরি
১. ভিনোদ কাম্বলি (ভারত) - ৫ ইনিংস
২. মায়াঙ্ক আগারওয়াল (ভারত) - ১২ ইনিংস
৩. স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) - ১৩ ইনিংস
৪. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) - ১৫ ইনিংস
৫. স্যার ওয়ালি হ্যামন্ড ও লরেন্স রব - ১৮ ইনিংস

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।