‘সাকিব সৌভাগ্যবান, শাস্তি অনেক কম পেয়েছে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯

ভক্ত-সমর্থকরা বলছেন ‘লঘু পাপে গুরু দণ্ড’। কিন্তু ক্রিকেট বিশ্লেষকরা এটিকে আখ্যায়িত করছেন ঠিক উল্টোভাবেই। অর্থাৎ তাদের মতামত ‘গুরু পাপে লঘু দণ্ড’ পেয়েছেন সাকিব আল হাসান। একবার নয়, তিন-তিনবার জুয়ারিদের প্রস্তাব গোপন রাখার পরেও, মাত্র এক বছরের (পুরষ্কার হিসেবে এক বছর বাদ দিয়ে) শাস্তিটিকে অল্পই মানছেন মাইকেল ভন, হার্শা ভোগলেরা।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন সরাসরি বলে দিয়েছেন, মাত্র দুই বছরের শাস্তি অনেক কম হয়ে গিয়েছে সাকিবের অপরাধের জন্য। একই সুর ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেরও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ভোগলে।

জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো সেটি:

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন রাখার অপরাধে সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞার খবরটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় এবং শঙ্কার একটি বিষয়। সাকিব তাদের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার। যে কারণে তার কাছে কোনো প্রস্তাব এলে সেটি জানিয়ে দেয়ার জন্য সবচেয়ে ভালো অবস্থায় ছিলেন সাকিবই।

কিন্তু সাকিবের এ বিষয়টি প্রমাণ করে ক্রিকেট খেলায় জুয়ারিদের প্রভাব ঠিক কতোটা এবং কম আয় করা ক্রিকেটাররা কতটা এর ঝুঁকিতে রয়েছে। এর আগে শ্রীলঙ্কার ক্রিকেটে জুয়ারিদের বিস্তর প্রভাবের খবর বেরিয়েছিল। এমতাবস্থায় বিশ্বের সকল ক্রিকেটারকে এসব বিষয়ে যথাযথ শিক্ষা দেয়া আরও জরুরি হয়ে পড়েছে।

সাকিবের মতো উচ্চমানের ক্রিকেটার বাদ দিলাম, বর্তমান সময়ে বিশ্বের কোনো ক্রিকেটারই এসব প্রস্তাবের খবর গোপন রাখতে পারে না। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটেও তারকা খেলোয়াড়দের বলে দেয়া হয়, যাতে ম্যাচ পাতানোর প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাতে। আর সেখানে তিন-তিনবার প্রস্তাব পেয়েও গোপন রাখা সত্যিই আশ্চর্য্যজনক।

ক্রিকেট মাঠে সাকিবের খেলা আমি সবসময়ই উপভোগ করেছি। তাই আমি আশা করি সে বর্তমান অবস্থা কাটিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে এবং মাঠে নিজের মূল্যটা দেখিয়ে দেবে।

আমার আশপাশের অনেকেই বলছেন যে, সাকিব আল হাসানের ওপর দেয়া শাস্তিটা খুব কঠিন হয়েছে। পক্ষান্তরে আমি বলতে চাই যে, সাকিব আসলে সৌভাগ্যবান যে তাকে এক বছর স্থগিত শাস্তি দেয়া হয়েছে। যে কারণে মাত্র ১ বছর মাঠের বাইরে থেকেই আবার ফিরতে পারবে।

এসএএস/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।