ভারী বর্ষণে অপেক্ষা বাড়ল পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

করাচিতে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত- এমন খবর শুনে যে কারো চোখ কপালে ওঠাই স্বাভাবিক। কেননা যারা পাকিস্তানের ক্রিকেটের খোঁজখবর রাখেন বা আগে রাখতেন, তাদের সবারই জানা থাকার কথা প্রকৃতির বাধায় কখনও করাচিতে ক্রিকেট ম্যাচে সমস্যা হয় না।

কিন্তু শুক্রবার এমনটাই হয়েছে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। মাঠটির ইতিহাসে প্রথমবারের মতো বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই বাতিল হয়ে গেছে সিরিজের প্রথম ওয়ানডেটি। তাতেই ভেঙেছে একটি রেকর্ড, বৃষ্টির কারণে এর আগে এই স্টেডিয়ামে কোনো ম্যাচ এক বলও না হয়ে পরিত্যক্ত হয়নি।

অথচ দীর্ঘ দশ বছর পর ওয়ানডে ক্রিকেট আয়োজনের অপেক্ষায় ছিলো করাচি স্টেডিয়াম। উল্টো হয়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি। এ রেকর্ডের পর করাচিতে ওয়ানডে খেলার অপেক্ষাটাও বেড়ে গেছে পাকিস্তানের জন্য।

সিরিজের পূর্ব নির্ধারিত সূচিতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২৯ সেপ্টেম্বর (রোববার)। কিন্তু ভারী বর্ষণের কারণে এ ম্যাচটি একদিন পিছিয়ে ৩০ তারিখে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দলের সম্মতিক্রমেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে তৃতীয় ওয়ানডেটি হবে আগের তারিখেই, ২ অক্টোবর (বুধবার)।

এদিকে শুক্রবারের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে পিসিবি। প্রথম ওয়ানডেতে যারা টিকিট কেটেছে, তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় ওয়ানডের যেকোনো একটি- একই টিকিটে দেখতে পারবে। এছাড়া কেউ যদি খেলা দেখতে আগ্রহী না হয়, তাহলে পিসিবি টিকিটের টাকা ফেরত দিয়ে দেবে।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।