দ্রুততম ফিফটির নতুন রেকর্ড ডুমিনির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বয়সের কাঁটাটা পেরিয়েছে ৩৫'র ঘর। জাতীয় দলেও মেলে না নিয়মিত। তবে তিনি যে ফুরিয়ে যাননি, ভাণ্ডারে গোলাবারুদ জমা রয়েছে এখনও- দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমিনি তার প্রমাণ নিয়মিতই দিয়ে থাকেন বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। যার সবশেষ প্রদর্শনী মিললো বৃহস্পতিবার রাতে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বোলারদের ওপর রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন বার্বাডোজ ট্রাইডেন্টসের টপঅর্ডার ব্যাটসম্যান ডুমিনি। গড়েছেন সিপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। বার্বাডোজের ৬৩ রানের বড় জয়ে মাত্র ২০ বল খেলে ৬৫ রানের ইনিংস খেলেন ডুমিনি।

এ ঝড়ো ইনিংস খেলার পথে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন ডুমিনি। যা কি না সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। প্রথমবারের মতো সিপিএল খেলতে এসেই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন এ প্রোটিয়া অলরাউন্ডার। ভেঙেছেন চলতি আসরেই এভিন লুইসের করা ১৭ বলে ফিফটির রেকর্ড।

ঘরের মাঠের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। দুই ওপেনার চার্লস ও কার্টার মিলে ১৩.৫ ওভারে গড়েন ১১০ রানের জুটি। দুই বলের ব্যবধানে সাজঘরে ফেরেন দুজনই। কার্টারের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫১ রানের ইনিংস, ৩৯ বলে ৫৮ রান করেন চার্লস।

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চার্লস ফিরে যাওয়ার সময় বার্বাডোজের সংগ্রহ ১৪.১ ওভারে ২ উইকেটে ১১৩ রান। একই ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলসও। তখন ৩ বলে ২ রান করে অপরাজিত ডুমিনি।

ইনিংসের বাকি ৩০ বলে আরও ৭৬ রান যোগ করে স্বাগতিকরা। এর মধ্যে মাত্র ১৭ বলে ৬২ রান আসে ডুমিনির ব্যাট থেকে। ইনিংসের ১৬তম ওভারে সুনিল নারিনের বিপক্ষে অ্যাশলে নার্স নিতে পারেন কেবল ২ রান। পরের ওভারে ১ ছক্কায় ১১ রান তোলেন ডুমিনি।

ফলে ১৭ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১২৯ রান। এরপরই শুরু হয় মূল ঝড়। আলি খানের করা ১৮তম ওভারে ৩টি ছক্কা ও ১ চারের মারে ২৪ রান তোলেন ডুমিনি। পরের ওভারে জিমি নিশামকে ৩টি চার ও ২ ছয়ের মারে তোলেন আরও ২৫ রান। সে ওভারের তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলে নিজের ফিফটি পূরণ করেন ডুমিনি। যা কি-না সিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটি।

তবে অপরাজিত থাকতে পারেননি ডুমিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ৬ ছক্কা মেরে, পরের বলেই আউট হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৪টি চার ও ৭টি ছক্কার মারে ২০ বলের ৬৫ রানের ঝড় তুলে যান ডুমিনি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।