মোস্তাফিজের আজ ‘হাফসেঞ্চুরি’ করার সুযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এগারো নাম্বারে খেলতে নেমে ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৫ রানের ছোটখাটো এক ঝড় তুলেন কাটার মাস্টার।

মোস্তাফিজ কি তবে ব্যাটসম্যান হতে চলেছেন? তার ব্যাট থেকেও কি হাফসেঞ্চুরির আশা করতে পারেন সমর্থকরা? এগার নাম্বার একজন ব্যাটসম্যানের কাছ থেকে অবশ্য এমন কিছু আশা করাও বাড়াবাড়ি।

তবে আজ (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজ ঠিকই তুলে নিতে পারেন ‘হাফসেঞ্চুরি’। তবে সেটা ব্যাট হাতে নয়, তার আসল দায়িত্ব-বল হাতে। টি-টোয়েন্টি ফরমেটে মোস্তাফিজের নামের পাশে এখন ৪৯ উইকেট।

আর একটি উইকেট পেলেই হাফসেঞ্চুরি অর্থাৎ ৫০ উইকেট হয়ে যাবে এই বাঁহাতি পেসারের। আজ সেটা করতে পারলে ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে এই মাইফলকে পা রাখবেন মোস্তাফিজ।

বিশ্বের ২৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হবেন তিনি। এর আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।