যে কারণে হুট করে দলে এলেন রনি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

গতকাল (শুক্রবার) রাতে ম্যাচ ছিল। খেলা শেষে টিম হোটেলে ফিরতে ফিরতে মধ্যরাত। তাই ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার লক্ষ্যে আজ (শনিবার) ছিল টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। এর মধ্যেও অধিনায়ক সাকিব আল হাসান আর সৌম্য সরকার এসেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে।

অপশনাল প্র্যাকটিস সেশনেও হঠাৎ দেখা মিললো বাঁহাতি পেসার আবু হায়দার রনির। মনে হচ্ছিল, নেট বোলার হিসেবেই বুঝি বোলিং করেছেন। কিন্তু সন্ধ্যার পর রাত গড়াতেই বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি, আবু হায়দার রনিকে দলে নেয়া হয়েছে।

অর্থাৎ প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য যে ১৩ সদস্যর দল ঘোষণা করা হয়েছিল, তাতে সংযোজন আবু হায়দার রনি। কিন্তু কেন? হঠাৎ কী হলো যে একজন পেসার বাড়ানো হলো? বৃষ্টিভেজা আবহাওয়া থাকলে তবু একটা কথা ছিল। কিন্তু তা তো আর নেই।

আজ সারাদিন ছিল কাঠফাটা রোদ। এমন শুকনো আবহাওয়ায় বাড়তি পেসারের অন্তর্ভুক্তি খানিক বিস্ময়ের খোরাক বৈকি। ‘কী কারণে হঠাৎ আবু হায়দার রনিকে দলে নেয়া হলো?’ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, 'এমনি এমনি রনিকে নেয়া হয়নি। আমরা বাধ্য হয়েছি। কারণ পেসার ইয়াসির আরাফাত মিশু আহত। তার সাইড স্ট্রোইন হয়েছে। তার বিকল্প হিসেবেই আসলে রনিকে দলে নেয়া হয়েছে।'

নান্নু জানান, দ্রুতগতির বোলার তাসকিন আহমেদও সাইড স্ট্রেইনে ভুগছে। তার ব্যাখ্যা, না হয় তাসকিন হতে পারতেন ফাস্ট চয়েজ। কিন্তু তার পক্ষেও খেলা সম্ভব নয়। সাইড স্ট্রোইন ইনজুরির শিকার হওয়া তাসকিনকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাতেই কপাল খুলে গেছে বাঁহাতি পেসার আবু হায়দার রনির।

এআরবি/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।