অন্ধকারে ঢেকে গেল মিরপুর স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা বেধড়ক পেটাচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ইনিংসের ১৮তম ওভারে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ফ্লাডলাইটও জ্বালানো যায়নি। ফলে অনেকটা সময় খেলা বন্ধ রাখতে হয়।

রাত ৯টা ১৭ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। থেকেছে ৯টা ২৩ পর্যন্ত। প্রায় ৬ মিনিটের মতো মাঠে বিদ্যুৎ ছিল না।

১৭তম ওভারটি করেন মোহাম্মদ সাইফউদ্দীন। ওই ওভার শেষ হওয়ার পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম।

খেলা শুরু হতে হতে সময় কেটে যায় প্রায় ৮ মিনিট। নতুন করে খেলা শুরু হলে ১৮তম ওভারটি করেন মোস্তাফিজুর রহমান।

তবে কি কারণে এমন বিভ্রাট ঘটেছে। সেটি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি আয়োজকদের পক্ষ থেকে।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।