জেসন রয় বাদ, বোলিং করতে পারবেন না স্টোকস
অ্যাশেজে চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে ওভালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।
বাঁচা-মরার এই লড়াইয়ে মারকুটে ওপেনার জেসন রয়কে বাদ দিয়েছে ইংলিশরা। বাদ পড়েছেন বোলার ক্রেইগ ওভারটনও। তাদের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার স্যাম কুরান আর ক্রিস ওকস।
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেই অ্যাশেজ সিরিজে জায়গা করে নেন জেসন রয়। কিন্তু টেস্টের কঠিন মঞ্চে নিজেকে একেবারেই প্রমাণ করতে পারেননি। অ্যাশেজে চার টেস্টে তার গড় মাত্র ১৩.৭৫! তার বাদ পড়াটা তাই বড় কোনো চমক নয়।
এদিকে ওল্ড ট্রাফোর্ডে খেলতে গিয়ে কাঁধে চোট পান অলরাউন্ডার বেন স্টোকস। তবে শেষ টেস্টেও তিনি খেলবেন। শুধু ব্যাটসম্যান হিসেবে, বোলিং করতে পারবেন না।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, বেন স্টোকস, ক্রিস ওকস।
এমএমআর/এমএস