জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী আফগানিস্তান
ম্যাচের মাত্র শেষ হয়েছে তিনদিন। চতুর্থ দিনের বাড়তি পাঁচ ওভারসহ অন্তত আরও ১৮৫ ওভার খেলা হবে এ ম্যাচে। সাধারণত এতো আগেই ম্যাচের ফলাফল সম্পর্কে মন্তব্য করা হবে বোকামি; কিন্তু যখন কোনো দল দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের লিড দাঁড় করিয়ে ফেলে, তখন আসলে জয়-পরাজয়ের হিসেব করাই স্বাভাবিক।
যেমনটা করা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চলতি টেস্টে। যেখানে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখে ৩৭৪ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এই অবস্থা থেকে আফগানিস্তানের পক্ষে বাজি ধরার লোকই পাওয়া যাবে বেশি। কেননা প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ৩৭০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ৭টি।
যে কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অসাধ্যই সাধন করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে এখনই জয়ের ব্যাপারে ভাবতে রাজি নন আফগান ওপেনার ইবরাহিম জাদরান। ম্যাচে এখন আফগানিস্তান এগিয়ে মেনে নিয়ে ইবরাহিম বলেন, ‘আমরা এখন জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী।’
নিজের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করলেও, দেখিয়েছিলেন টেম্পারমেন্টের পরিচয়। আর দ্বিতীয় ইনিংসে তো খেললেন ২০৮ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস। এত ভালো খেলার পেছনে কারণ হিসেবে তিনি জানান, ‘এক মাস আগে (এ দলের হয়ে) বাংলাদেশে খেলার কারণে এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা ছিল। যে কারণে আমি ভালো খেলেছি।’
এরই মধ্যে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৭৪ রানের। চতুর্থ দিন সকালে এটিকে ৪০০’র বেশিতে পরিণত করার কথা জানালেন ইব্রাহিম, ‘আমাদের লক্ষ্য এখন ৪০০-র বেশি রানের লিড দাঁড় করানো। এখন আমরা ৩০-৪০ রান (২৬ রান বাকি) দূরে আছি। আশা করি এটা বাংলাদেশের জন্য তাড়া করা সহজ হবে না।’
বাংলাদেশে আসার আগে প্রস্তুতি সন্তোষজঙ্ক থাকায়, এ টেস্ট ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলো আফগানরা। ইবরাহিম বলেন, ‘আবুধাবিতে আমাদের ভালো অনুশীলন ক্যাম্প হয়েছে একটা। এখানে দুইদিনের প্রস্তুতি ম্যাচটাও ভালো গিয়েছে। তাই আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলাম এবং সে ম্যাচের ফল থেকে আমরা এখানে ভালো খেলতে আশাবাদী ছিলাম।’
তৃতীয় দিনের মাঝামাঝি সময়েই, চট্টগ্রামের আবহাওয়া সম্পর্কে উদ্বিগ্ন দেখা গিয়েছে আফগান কোচকে। এ বিষয়ে আফগান দলের ওপেনার বলে গেলেন, ‘আবহাওয়া সম্পর্কে তো আসলে আমরা কিছু বলতে পারি না। তবে অবশ্যই কন্ডিশন বদলাচ্ছে বারবার। কখনও বৃষ্টি হয়, আবার কখনও আকাশে মেঘ দেখা যায়। আমরা আগামীকাল (রোববার) ১০-১৫ ওভার ব্যাট করার চেষ্টা করবো, যার মধ্যে ৪০০ প্লাস রানের লিড দাঁড়িয়ে যাবে। এটা তাদের জন্য সহজ হবে না। প্রথম ইনিংসে তারা মাত্র ৬৪ (আসলে হবে ৭০.৫) ওভার ব্যাট করেছে, তাই আবারও তাদের দ্রুত আউট করার ব্যাপারে আশাবাদী আমরা।’
এসএএস/আইএইচএস/এমএস