আল আমিনের দিনে খারাপ করেনি আফগানরাও

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

দুর্দান্ত বোলিং করলেন পার্টটাইম অফস্পিনার আল আমিন। তার ঘূর্ণিতে একটা সময় বেশ বিপদে পড়ে গিয়েছিল আফগানিস্তান। তবে সেই বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছে সফরকারিরা।

একমাত্র টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে আফগানিস্তান। প্রথম দিন তারা শেষ করেছে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে। আফসার জাজাই ২০ আর রশিদ খান ৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে আফগানরা। সফরকারি দলের দুই ওপেনার ইহসানউল্লাহ আর ইব্রাহিম জাদরান ভোগাতে থাকেন বিসিবি একাদশের বোলারদের। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি।

ইহসানউল্লাহ ৬২ এবং ইব্রাহিম ৫২ রান তোলার পর দলের অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে স্বেচ্ছায়ই অবসরে গিয়েছেন। তাদের ওপেনিং জুটিটি ছিল ১৩২ রানের।

এই দুজন স্বেচ্ছায় মাঠ ছাড়ার পর কিছুটা বিপদে পড়ে আফগানিস্তান। পার্টটাইমার আল আমিনের অফস্পিন ভেল্কিতে ধুঁকতে থাকেন পরের ব্যাটসম্যানরা। একে একে চার ব্যাটসম্যানকে তুলে নেন আল আমিন।

ফলে দারুণ শুরুর পর ১৮৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে আফগানরা। দারুণ খেলতে থাকা মোহাম্মদ নবী ৩৩ রানে পৌঁছানোর পর তাকে বোল্ড করেন সুমন খান।

৫১ রানে ৪টি উইকেট নিয়েছেন আল আমিন। ২১ রানে ২টি উইকেট শিকার করেন সুমন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।