মাঠে লাইভ শো’র সময় হঠাৎ অসুস্থ ক্যারিবীয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ৩০ আগস্ট ২০১৯

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যকার প্রথম টেস্ট তখন মাঠে গড়ানোর অপেক্ষা। বরাবরের মতো ম্যাচ নিয়ে লাইভ শো’তে আলোচনা করছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। সঙ্গে ছিলেন গ্রায়েম সোয়ান আর অজয় জাদেজা।

হঠাৎই অস্বস্তিবোধ করতে থাকেন ভিভ, হয়ে পড়েন অসুস্থ। এমনই খারাপ লাগছিল যে মাঠে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। অবস্থা খারাপ দেখে স্ট্রেচার নিয়ে আসা হয়েছিল মাঠে।

তবে কিছুক্ষণ পর কিছুটা ভালো বোধ করায় দুইজনের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন ভিভ। তাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠানো হয়। পরে পাঠানো হয়েছে হাসপাতালেও।

ধারণা করা হচ্ছে, জ্যামাইকার সাবিনা পার্কে অতিরিক্ত গরমের কারণে পানিশূন্যতা দেখা দিয়েছে ভিভ রিচার্ডসের। ৬৭ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতেছে স্বাগতিক ক্যারিবীয়রা। প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা। ১৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৭ রান।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।