যে কারণে সিপিএল খেলার অনুমতি পাননি আফিফ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৬ আগস্ট ২০১৯

আরও কজনার সঙ্গে তারও প্রস্তাব ছিল ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার। কিন্তু বিসিবি তাকে অনুমতি দিচ্ছে না। একদম ভেতরের খবর তরুণ সম্ভাবনাময় বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে সিপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি।

কেন? সত্যিই কি সিপিএল খেলার অনুমতি পাননি আফিফ হোসেন ধ্রুব? তবে কি তাকে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলানোর কথা ভাবা হচ্ছে?

আজ (সোমবার) সাংবাদিকদের কাছ থেকে এ প্রশ্নের জবাবে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। শুধু এটুকু বলে শেষ করেন, ‘আমি আসলে সেটা জানি না।’

তবে স্বীকার করেছেন, ‘আফিফকে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। খুবই এক্সাইটিং একজন খেলোয়াড়। আমাদের ‘এ’ দল বলেন, এইচপি দল বলেন সবখানেই আমরা ওকে নিয়ে চেষ্টা করছি। ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি।’

তিনি আরও বলেন, ‘তবে এই সিরিজেই তাকে নিয়ে পরিকল্পনা আছে কি-না সেটা বলা মুশকিল। যেহেতু আমাদের চলমান একটা টুর্নামেন্ট চলছে, এইচপি খেলছে, আমাদের আবার আফগানিস্তান সিরিজ আছে। তো সেটা নিয়ে আমরা এখনো কাজ করিনি তবে অবশ্যই সে আমাদের ভবিষ্যত পরিকল্পনায় আছে।’

এদিকে যার বা যে কমিটির অনুমোদনের ওপর যে কোন ক্রিকেটারের বাইরে খেলতে যাওয়া নির্ভর করে, সেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজের সঙ্গে আফিফ প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ, আফিফকে সিপিএল খেলার অনুমতি দেয়া হয়নি।’

কেন? তবে কি তাকে সত্যি সত্যিই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলানোর চিন্তাভাবনা আছে? আকরাম খানের কৌশলী জবাব, ‘নির্বাচকদের ভাবনা কী?- তা আমি কী করে বলবো বলুন? আগে লঙ্কান ইমার্জিং টিমের সঙ্গে সিরিজটা খেলুক, তারপর বলা যাবে।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।