ইশান্তের তোপে পিছিয়েই রইলো ক্যারিবীয়রা
অ্যান্টিগায় একটা সময় চোখটা বেশ চকচক করছিল ওয়েস্ট ইন্ডিজের। টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভারতকে বেশ করেই চেপে ধরেছিলেন ক্যারিবীয় পেসাররা। কিন্তু পরিকল্পনামতো সব হলো না স্বাগতিকদের।
২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত আজিঙ্কা রাহানের দায়িত্বশীল ৮১ রানের ইনিংসের পরও ২০৭ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা হাল ছাড়েননি। লোয়ার অর্ডারকে নিয়েই ৫৮ রানের এক ইনিংস খেলে দলকে ২৯৭ পর্যন্ত নিয়ে যান।
জবাব দিতে নেমে ৮৮ রানের মধ্যে ৪ টপঅর্ডারকে হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। তারপরের দায়িত্বটা বলতে গেলে একাই সেরেছেন ইশান্ত শর্মা। ভারতীয় এই পেসারের তোপে উইকেটে সেট হতে পারেননি কেউ। ক্যারিবীয় ইনিংসে কেউ হাফসেঞ্চুরিও পাননি।
রস্টন চেজ করেন ৪৮ রান। এছাড়া সিমরন হেটমায়ার ৩৫ আর জেসন হোল্ডার করেন ৩৯ রান। তৃতীয় দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২২২ রানে।
ভারতের পক্ষে ৪৩ রানে ৫টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। ২টি করে উইকেট শিকার রবীন্দ্র জাদেজা আর মোহাম্মদ শামির।
এমএমআর/এমএস