বৃষ্টিতে বিলম্ব লর্ডস টেস্টের টস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯

পুরো বিশ্বকাপ ক্রিকেটকেই ভুগিয়েছিল বৃষ্টি। ইংল্যান্ডে সেই বৃষ্টির প্রকোপ এখনও কমেনি। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে চলমান অ্যাশেজ টেস্টেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এজবাস্টন টেস্ট শেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা লন্ডনের বিখ্যাত লর্ডসে আজ বিকেল ৪টায়।

কিন্তু বৃষ্টির কারণে টসই করতে নামতে পারেননি দুই অধিনায়ক জো রুট এবং টেম পেইন। প্রায় দেড় ঘণ্টা পার হয়ে গেছে, এখনও বলা যাচ্ছে না কখন অনুষ্ঠিত হবে টস! এ রিপোর্ট লেখার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে লর্ডসে।

১ আগস্ট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের প্রথম ম্যাচ দিয়েই আবার শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে শুরুতে বেশ বেকায়দায় থাকলেও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া এবং ম্যাচটা তারা জিতে নেয় ২৫১ রানের বিশাল ব্যবধানে।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে আবার ইংল্যান্ড দল থেকে বাদ দিয়েছে অলরাউন্ডার মঈন আলিকে। দল থেকে বাদ পড়ে ক্রিকেটকেই বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মঈন আলি। এই টেস্টে খেলার কথা জোফরা আরচারের।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।