লর্ডসের বিশেষ সম্মাননা পেলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৪ আগস্ট ২০১৯

ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে মাত্র ৫ ম্যাচ খেলেই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডও এমসিসির মালিকানাধীন। ফলে স্বাভাবিকভাবেই লর্ডসেরও আজীবন সদস্যপদ পেয়ে গেছেন ডি ভিলিয়ার্স।

এ অর্জনের পর এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স বলেন, ‘লর্ডসই বিশ্বের সেরা মাঠ। সবাই জানে যে লর্ডসের সদস্য হতে পারা কত বড় সম্মানের। এছাড়া এটা মাঠ ও মাঠের বাইরে আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্যও একপ্রকার স্বীকৃতি। এ জায়গায় বারবার আসা সত্যিই আনন্দদায়ক। এখন সদস্য হয়ে যাওয়ায় ফিরে ফিরে আসার কারণও তৈরি হয়ে গেল।’

এ ডানহাতি মারকুটে ব্যাটসম্যান চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে ৫ ম্যাচ খেলে ৩টি হাফসেঞ্চুরি করেছেন। মিডলসেক্সের হোমগ্রাউন্ডই হলো লর্ডস। যে কারণে তার আজীবন সম্মাননা গ্রহণের জন্য কোথাও যেতে হয়নি।

এদিকে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলার পর এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুন পরিকল্পনা একশ বলের ক্রিকেট, দ্য হান্ড্রেডে খেলার কথাও জানিয়েছেন ডি ভিলিয়ার্স। মিডলসেক্সের ওয়েবসাইটে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।