টেস্টে ডু প্লেসিসই, ওয়ানডে টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৬ আগস্ট ২০১৯

শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এতে দক্ষিণ আফ্রিকার প্রথম মিশনে অধিনায়ক থাকছেন অভিজ্ঞ ফাফ ডু প্লেসিসও। তবে আপাতত এই টেস্ট নেতৃত্ব নিয়েই সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া ম্যানেজম্যান্ট, বাকি দুই ফরমেটের জন্য অপেক্ষা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন ভারপ্রাপ্ত পরিচালক করি ফন জিল মঙ্গলবার নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসই। গুঞ্জন ছিল, এই সিরিজে নতুন কাউকে ভারপ্রাপ্ত অধিনায়ক করতে পারে প্রোটিয়া বোর্ড।

তবে টেস্টে ডু প্লেসিসের উপর আস্থা রাখলেও সীমিত ওভারের ফরমেটে বিকল্প চিন্তা করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর চিন্তা মাথায় রাখছে তারা।

ফন জিল বলেন, ‘আমরা ২০২৩ সালের দিকে তাকিয়ে আছি। ২০২৩ বিশ্বকাপের জন্য আমাদের নতুন কৌশল গ্রহণ করতে হবে। অধিনায়ক নিয়েও আমরা ভাবছি।’

টেস্টের সঙ্গে এখন ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। সীমিত ওভারের ফরমেটে আলাদা দুই অধিনায়ককেও দায়িত্ব দিতে পারে প্রোটিয়ারা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।