দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডু প্লেসিস-ফন নিকার্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৪ আগস্ট ২০১৯

২০১৮-১৯ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নারী ক্রিকেটেও বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার উঠেছে নারী দলের অধিনায়ক ড্যান ফন নিকার্কের হাতে। শনিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরষ্কার ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি খেলোয়াড়দের বাছাই করা বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ডু প্লেসিস ও ফন নিকার্ক। এছাড়া পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরষ্কারও পেয়েছেন ডু প্লেসিস। নারী ক্যাটাগরিতে এ পুরষ্কার জিতেছেন মারিয়ান ক্যাপ।

এছাড়া বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ক্যাটাগরিতে এ পুরষ্কার জিতেছেন ডেভিড মিলার। নারি ক্যাটাগরিতে এটি হাতে নিয়েছেন শাবনিম ইসমাইল। সেরা উদীয়মান ক্রিকেটার রসি ফন ডার ডুসেন (পুরুষ) এবং তুমি সেখুখুন (নারী)।

এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার সমর্থকদের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন কাগিসো রাবাদা। বছরের সেরা ডেলিভারির পুরষ্কার পেয়েছেন ভারনন ফিল্যান্ডার। জোহানেসবার্গ টেস্টে আজহার আলিকে আউট করার সুবাদে।

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরার পুরষ্কার পেলেন যারা

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার : ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা নারী ক্রিকেটার : ড্যান ফন নিকার্ক

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (টেস্ট) : কুইন্টন ডি কক
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (ওয়ানডে) : ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (টি-টোয়েন্টি) : ডেভিড মিলার
বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার : রসি ফন ডার ডুসেন

বর্ষসেরা নারী ক্রিকেটার (ওয়ানডে) : মারিয়ান ক্যাপ
বর্ষসেরা নারী ক্রিকেটার (টি-টোয়েন্টি) : শাবনিম ইসমাইল
বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার : তুমি সেখুখুন

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।