প্রথম টি-টোয়েন্টিতেই ভারতীয় একাদশে দেখা যেতে পারে দুই ভাইকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০২ আগস্ট ২০১৯

ক্রিকেটে দুই ভাইয়ের একই দলে খেলার ঘটনা বিরল কিছু নয়। তবে আকর্ষণীয় তো বটেই। এমনই এক ঘটনা কাল (শনিবার) দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টিতে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। লডারহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যে ম্যাচে ভারতীয় একাদশে দেখা যেতে পারে চাহার ভ্রাতৃদ্বয়কে।

একজনের নাম দীপক চাহার, আরেকজনের রাহুল চাহার। দুই ভাইয়ের মধ্যে বয়সে দীপক বড়। তার ভারতীয় দলে অভিষেক হয়েছে গত বছরই। তবে ছোট ভাই রাহুল চাহারের অভিষেকটা হতে পারে কালই।

দীপক চাহার আদতে একজন পেস বোলার। বয়স ২৬। ভারতের হয়ে একটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে। রাহুল এখনও দেশের জার্সি গায়ে তুলতে পারেননি। ১৯ বছর বয়সী রাহুল একজন লেগস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রিশাভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।