অ্যাশেজের প্রথম ম্যাচেই নেই জোফরা আর্চার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ৩১ জুলাই ২০১৯

বিশ্বকাপ কাঁপানো ইংল্যান্ডের ক্যারিবীয় পেসার জোফরা আর্চারকে রাখা হয়েছিল অ্যাশেজের দলেও। কিন্তু স্বাগতিক ইংল্যান্ড অ্যাশেজের প্রথম টেস্টে তাদের একাদশ থেকে বাইরে রাখলো বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসারকে।

বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। আবার এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যে কারণে অন্য অ্যাশেজগুলোর তুলনায় এবারের সিরিজটি বেশ আকর্ষণ তৈরি করছে।

ওয়েস্ট ইন্ডিজে প্রত্যাখ্যাত হয়ে জোফরা আর্চার নাগরিকত্ব নেন ইংল্যান্ডের এবং ইংলিশরাও তাকে বরণ করে নেয় আপন হিসেবে। শেষ পর্যন্ত বিশ্বকাপেও দলেও সুযোগ পান তিনি। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে জোফরা আর্চার ইংলিশদের বিশ্বকাপ জয়ে রাখেন অসাধারণ ভূমিকা।

যে কারণে তাকে অ্যাশেজের দলেও অন্তর্ভূক্ত করে নেয়া হয়। কিন্তু সাইড স্ট্রেইনের কারণে তার অ্যাশেজের প্রথম ম্যাচে খেলা নিয়ে ছিল তুমুল সংশয়। শেষ পর্যন্ত সেই সংশয়ই প্রথম টেস্ট থেকে দুরে ঠেলে দিলো তাকে।

আর্চার প্রথম একাদশ থেকে বাদ পড়লেও ইনজুরির কারণে শঙ্কায় থাকা জেমস অ্যান্ডারসন প্রথম টেস্টে খেলছেন বলে জানিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ
ররি বার্নস, জেসন রয়, জো রুট, জো ড্যানলি, জস বাটলার, বেন স্টোকস, জনি বেয়ারেস্ট (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।