আশা করছি বিপিএলে এবার আমরাই চ্যাম্পিয়ন হবো : সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ৩১ জুলাই ২০১৯

ঠিক জয়-জয়কার বলা হয়তো পুরোপুরি ঠিক হবে না। তবে দেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরার এখন সুবাতাস বইছে। প্রথমবারের মত ঢাকার ক্লাব ফুটবল তথা পেশাদার লিগের শিরোপা উঠেছে এবার বসুন্ধরার ঘরে। প্রিমিয়ার লিগে যোগ দিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন, নিশ্চিত অনেক বড় ঘটনা।

তার রেশ কাটতে না কাটতেই দেশ তথা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের দল রংপুর রাইডার্সে টেনে নিয়ে ক্রিকেট পাড়ায় রীতিমত হই চই ফেলে দিয়েছে দেশের অন্যতম বৃহৎ কর্পোরেট হাউজ বসুন্ধরা গ্রুপ।

আজ (বুধবার) দুপুরে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরায় যোগদানের পর সাকিব আল হাসানের মুখেও পেশাদার ফুটবলে বসুন্ধরার চ্যাম্পিয়ন হবার গল্প উঠে আসলো। ‘বসুন্ধরা কিংস’ পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। রংপুর রাইডার্সে নাম লিখিয়ে সাকিবও চান তার নতুন দল বিপিএলে চ্যাম্পিয়ন হোক।

এ কারণেই তার মুখে এমন কথা, ‘আমি দেখেছি, বসুন্ধরা কিংস পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আমার এক বন্ধু সেখানে খেলেছে। ফুটবলে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি আমরাও (রংপুর রাইডার্স) এবার বিপিএলে চ্যাম্পিয়ন হব।’

আগের তিন বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন সাকিব। সেখানে কোচ ছিলেন স্বদেশি খালেদ মাহমুদ সুজন। রংপুর রাইডার্সের প্রশিক্ষক হচ্ছেন ভিনদেশি টম মুডি। এই অস্ট্রেলিয়ানের সাথে কাজ করতে হবে। দল পরিচালনার পাশাপাশি লক্ষ্য, পরিকল্পনা আঁটা, একাদশ ঠিক করা এবং কৌশল নির্ধারণ- অনেক কিছুই করতে হবে বিদেশিদের সাথে ।

অধিনায়ক হিসেবে বিদেশিদের সঙ্গে কাজ করাটা কেমন হবে? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে সাকিব আইপিএলে টম মুডির সাথে কাজ করার উদহারণ টেনে বলেন, ‘আমার মনে হয় টম মুডিই আছে। আমরা একসাথে হায়দরাদে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সে পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কিভাবে সেরাটা বের করে আনা যায়, সে চেষ্টাই করা।’

অধিনায়ক হিসেবে তো আগেই দায়িত্ব পালন করেছেন। এবারও করবেন হয়তো। সুতরাং, সে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন সাকিব। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি সে দায়িত্ব আগেও পালন করেছি। আর সবার সাথে পরিচয়ও আছে। তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।’

সাকিব জানিয়েছেন, প্রাথমিকভাবে তার সাথে এক বছরের চুক্তি হয়েছে রংপুর রাইডার্সের। বিশ্বসেরা অলরাউন্ডার কায়মনোবাক্যে চান বিপিএলের আকর্ষণ, উত্তেজনা দিনকে দিন বৃদ্ধি পাক। তাই তার মুখে এমন উদ্দীপক সংলাপ, ‘আমি তো চাই হাইপ বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে, যেটা কয়েক বছর আগেও ছিল না। বিসিবির প্রতি কৃতজ্ঞতা, যে তারা বড় বড় প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসছে।’

এআরবি/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।