ডিবিএল গ্রুপের ‘না’, সিলেট ফ্র্যাঞ্চাইজির বকেয়া কয়েক কোটি টাকা!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ৩০ জুলাই ২০১৯

এবারের বিপিএলে কি চিটাগাং ভাইকিংস আর সিলেট সিক্সার্স নতুন মালিকানায় খেলবে? কোন গুঞ্জন বা গুজব নয়। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের চরম অনুজ্জ্বল পারফরমেন্স ও করুণ পরিনতির মধ্যেও ক্রিকেট অনুরাগীদের মনে এই প্রশ্ন উঁকিঝুকি দিচ্ছে।

কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে দুটি নতুন মালিকানা চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে। জাগো নিউজের পাঠকরা তা আগেভাগেই জেনে গেছেন। তারা আরও জেনেছেন যে, চিটাগাং ভাইকিংস আর সিলেট সিক্সার্সের পুরনো মালিকানায় খেলার সম্ভাবনা খুব কম।

বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম শীর্ষ কর্তা এবং বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগো নিউজের সাথে আলাপে কাল সোমবার রাতেই জানিয়ে দিয়েছেন, তারা চিটাগাং ভাইকিংস আর সিলেট সিক্সার্সের মালিকানা নিয়ে সংশয়ে।

ওদিকে শেষ খবর, চিটাগাং ভাইকিংসের মালিকানা বদল হচ্ছে। কারণ চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ লিখিতভাবে বোর্ডের কাছে জানিয়ে দিয়েছে, তারা এবার আর দল পরিচালনায় তথা ফ্র্যাঞ্চাইজি থাকবে না। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন তা মিডিয়ার কাছে প্রকাশ করেছেন। বিসিবি মিডিয়া কমিটি প্রধান এবং বিপিএলের অন্যতম শীর্ষ কর্তা জালাল ইউনুসও আজ পড়ন্ত বিকেলে জাগো নিউজকে সে খবর নিশ্চিত করলেন।

তার মানে ডিবিএল গ্রুপ আর বিপিএলে নেই। এখন নতুন মালিকানায় খেলতে হবে চিটাগাং ভাইকিংসকে। দুটি ফ্র্যাঞ্চাইজির বিষয়ে সংশয় ছিল বিপিএল কর্তৃপক্ষের। তার একটি মানে চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ‘ডিবিএল গ্রুপ’ সরে দাঁড়ানোয় এখন রইলো বাকি এক- সিলেট সিক্সার্স।

এই দলটির ফ্র্যাঞ্চাইজিরা এখন পর্যন্ত নেতিবাচক কোন কথা না জানালেও একদম ভেতরের খবর, তাদেরও ফ্র্যাঞ্চাইজি থাকার সম্ভাবনা খুব কম। এক অতি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিলেটের আগেরবারের ফ্র্যাঞ্চাইজিদের অনেক বকেয়া রয়ে গেছে। বিসিবির এক উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে, সেই বকেয়ার পরিমাণ কয়েক কোটি টাকা।

সূত্র জানায়, সিলেট সিক্সার্সের প্লেয়ার্স পেমেন্টও নাকি বাকি। দলটির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের একটা উল্লেখযোগ্য অংশ এখনো বাকি। কোন কোন বিদেশি ক্রিকেটার নাকি সিলেট ফ্র্যাঞ্চাইজিদের কাছে প্রায় ৫০ শতাংশ পারিশ্রমিক পাবেন। দেশি ক্রিকেটারদেরও গড়পড়তা ৩০ থেকে ৪০ ভাগ পারিশ্রমিক বকেয়া। এছাড়া বিসিবিও তাদের কাছে ১ কোটি টাকা পাবে। সব মিলে আড়াই থেকে তিন কোটি টাকার মত বাকি সিলেট ফ্র্যাঞ্চাইজিদের।

এবার দল নিতে হলে সবার আগে সেই সমুদয় পাওনা শোধ করতে হবে। তারপর দল পরিচালনার প্রশ্ন। এখন সিলেটের পুরনো মালিকরা তা করবেন, এমন খবর শোনা যায়নি। শেষ পর্যন্ত তারা এবার দল পরিচালনার দায়িত্বে থাকবেন কিনা, সেটি নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।