শেষ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩০ জুলাই ২০১৯

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ ম্যাচে জার্সিতে কালো আর্মব্যান্ড পরে নামবেন তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা।

মূলত দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম শামীম কবিরের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে টাইগাররা। সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন দেশের ইতিহাসের প্রথম অধিনায়ক।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতীয় ক্রিকেট দল ১৯৭৭ সালে প্রথম খেলেছিল দেশের মাটিতে ইংল্যান্ডের বিখ্যাত এমসিসি (মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব) ক্লাবের বিপক্ষে। নিঃসন্দেহে ঐতিহাসিক একটি দিন।

সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান শামীম কবির। ১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম জাতীয় দল দেশের মাটিতে খেলেছিল ইংল্যান্ড থেকে সফরে আসা সম্ভ্রান্ত ক্লাব এমসিসিরি বিপক্ষে।

সেই দলের অধিনায়ক করা হয়েছিল শামীম কবিরকে। ৭ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) বাংলাদেশ ক্রিকেট দল ৩ দিনের একটি বেসরকারি টেস্টে মুখোমুখি হয়েছিল ক্লার্কের নেতৃত্বাধীন ইংল্যান্ডের শক্তিশালী এমসিসি ক্রিকেট দলের।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।