চার বছরের অপেক্ষা ঘোচানোর সামনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৮ জুলাই ২০১৯

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই কেমন যেন ঝিমিয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারাত্নে দিলশানের মতো কিংবদন্তি তারকারা অবসর নেয়ার পর এখনও ঠিক গুছিয়ে উঠতে পারেনি তারা। যার প্রমাণ মেলে পরিসংখ্যানে।

গত প্রায় চার বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জেতেনি একটিও। ঘরের মাঠে তারা সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছে ২০১৫ সালের নভেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর প্রায় ৪৪ মাসেও সিরিজ জয়ের দেখা পায়নি ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

ওয়েস্ট ইন্ডিজকে সে সিরিজে হারানোর পর এখনও পর্যন্ত ঘরের মাঠে মোট ৬টি ওয়ানডে সিরিজ খেলেছে লঙ্কানরা। এর মধ্যে সেরা সাফল্য কেবল ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে বৃষ্টির কারণে ৩ ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করা। এছাড়া এ সময়ের মধ্যে জিম্বাবুয়ের কাছেও ঘরের মাঠে সিরিজ খুইয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

তবে এবার সুযোগ এসেছে ঘরের মাঠে সিরিজ জয়ের খুশিতে মেতে ওঠার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে সে সুযোগটি তৈরি করেছে শ্রীলঙ্কা। আজ (রোববার) দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার সিরিজ জয়। অন্যদিকে বাংলাদেশের মিশন একটাই, টানা তিন ওয়ানডে হারের পরে জয়ের পথে ফিরে আসা।

উল্লেখ্য, নিজেদের ওয়ানডে ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে ৪৭টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে তারা জিতেছেন ২১টি, হেরেছে ১৭টি এবং সমতায় শেষ হয়েছে ৯টি সিরিজ। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলা সবশেষ দুটি সিরিজই শেষ হয়েছে সমতায়।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।