এখনও দুই ম্যাচ হাতে আছে : তামিম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৭ জুলাই ২০১৯

সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু উল্টো স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে তাকে দু’হাত ভরে দিয়েছেন তার সতীর্থরা। স্বাগতিক লঙ্কানদের করা ৩১৪ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট মাত্র ২২৩ রানে। তাও ৪১.৪ ওভারে।

এতবড় পরাজয়ের পর নতুন অধিনায়ক তামিম ইকবালের মুখে আগামী দুই ম্যাচে আশা দেখানো ছাড়া আর কোনো উপায়ও নেই। এ কারণেই শুক্রবার কলম্বোয় ম্যাচ শেষে তামিম ইকবাল বললেন, ‘দল হিসেবে আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। এখনও দুই ম্যাচ হাতে আছে। আশা করি সামনে ম্যাচগুলোতে ভালো করতে পারবো।’

৩১৪ রান তাড়া করতে নেমে যেখানে খুব প্রয়োজন ছিল অধিনায়ক তামিম ইকবালের জ্বলে ওঠা, সেখানে তিনি নিজে আউট হয়ে গেলেন কোনে রান না করেই। অর্থ্যাৎ ব্যাট হাতে একটি রানও অবদান রাখতে পারলেন না তিনি।

সে কারণে তামিম নিজে যে খুব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা অকপটেই স্বীকার করলেন। বলেন, ‘আমি সত্যিই সংগ্রামের মধ্যে আছি। যখন আমি নিজে অধিনায়ক, তখন আমার প্রয়োজন ছিল সামনে থেকে ভালো পারফর্ম করা। কিন্তু সেটা পারিনি। তবে, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছে।’

বোলাররা তো শেষ দিকে এসে ভালো বলই করেছেন। তামিম নিজেও জানালেন সেটা। তিনি জানিয়ে দিলেন, ‘একটা সময় তো মনে হচ্ছিল রান ৩৫০ থেকে ৩৬০ হয়ে যাবে। শেষ পর্যন্ত ৩১৪ হলো।’

হেরে গেলেও সতীর্থদের ওপর নাখোশ নন তামিম। তিনি বলেন, ‘আমি তাদের ওপর খুব খুশি। এখন আমাদের কাজ শুধু তাদের ওপর বিশ্বাস রাখা। কারণ তাদের সামর্থ্য আছে। শুধু দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, আমরা তো এখনও প্রতিযোগিতা থেকে একেবারে হারিয়ে যাইনি। এখনও টিকে আছি।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।