পাকিস্তানের নেতৃত্বের জন্য শোয়েবের অভিনব পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৫ জুলাই ২০১৯

সবশেষ বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে শেষটা ভালো করলেও, টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সরফরাজ আহমেদের দল।

আর এ ব্যর্থতার কারণেই সরফরাজকে আর পাকিস্তানের অধিনায়কত্ব করতে দেখতে রাজি নন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। জরুরী ভিত্তিতে নেতৃত্বে রদবদলে প্রয়োজনীয়তা দেখছেন শোয়েব।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে নিজের চ্যানেলে শোয়েব বলেন, ‘সরফরাজকে এখন শুধুমাত্র তার ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতার জন্য ভাবা উচিত। এ দলের অধিনায়ক হিসেবে তাকে রেখে দেয়ার কোনো মানে নেই। কোনো ফরম্যাটেই সরফরাজ অধিনায়ক থাকা উচিৎ নয়।’

তাহলে সরফরাজের জায়গা নেবেন কে বা কারা? সে পথও বাতলে দিয়েছেন শোয়েব। এতদিন তিন ফরম্যাটেই সরফরাজ অধিনায়ক থাকলেও, এখন ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব বলেন, ‘সরফরাজের জায়গায় হারিস সোহেলকে অধিনায়ক করা উচিৎ। সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবে। আর টেস্টের জন্য বাবর আজমকে দেয়া যায়। সে অনেক রান করেছে। আমার শুভকামনা তার জন্য।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।