চোটাক্রান্ত মাশরাফিকে কি দলের সঙ্গে কলম্বো নেয়া হবে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৯ জুলাই ২০১৯

চোটের যা ধরণ, তাতে মাশরাফি বিন মর্তুজার শ্রীলঙ্কা সফরে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়েননি। যদি সেরে উঠতে পারেন, শেষের দুই ওয়ানডের একটিতে হয়তো দেখাও যেতে পারে তাকে।

তবে সফর থেকে ছিটকে পড়া নিশ্চিত না হলেও শনিবার দলের সঙ্গে যে কলম্বোর বিমানে মাশরাফির চড়া হচ্ছে না, সেটি নিশ্চিত। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে রাত সোয়া নয়টায় বলেছেন, ‘আমার মনে হয় না মাশরাফি খেলতে পারবে। ইনজুরির ধরণটাই এমন, এটা দুই সপ্তাহের আগে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম।’

দলের ভারপ্রাপ্ত কোচ সুজন আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দুজনই একটা কথা বললেন, ‘মাশরাফির খেলার চাইতে সুস্থ হয়ে উঠাটা আগে প্রয়োজন। আগে হ্যামস্ট্রিংটা ভালো হোক। পরে খেলার কথা ভাবা যাবে।’

কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে প্রশ্ন ছিল, মাশরাফি কি কাল (শনিবার) দলের সঙ্গে যাবেন? জবাবে সুজন বলেন, ‘আমার মনে হয়, যাবার সম্ভাবনা খুব কম। বরং দেশে থেকে বিশ্রাম ও চিকিৎসাটা তাকে দ্রুত সুস্থ করে তুলতে পারে।’

এদিকে মাশরাফির ইনজুরির প্রকৃত ধরণ কি এবং সেটা কি টিআর গ্রেড থ্রি নাকি ফোর (আগেরটা ছিল গ্রেড টু) তা যিনি সবচেয়ে ভালো জানাতে পারতেন, সেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে টেলিফোনে পাওয়া যায়নি। জাগো নিউজের পক্ষ থেকে বার কয়েক চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।