ভিশন-জাগো নিউজ বিশ্বকাপ কুইজে বিজয়ী হলেন যারা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৮ জুলাই ২০১৯

৪৬ দিনের জমজমাট বিশ্বকাপ। ১০টি দেশ, ১৫০ জন ক্রিকেটার এবং ৪৮টি ম্যাচ। লক্ষ্য ছিল কেবল একটি জয়। তাতেই সোনালী ট্রফিটা উঠবে জয়ী দলের ঘরে।

শেষ পর্যন্ত দারুণ নাটকীয়তায় শেষ হলো বিশ্বকাপের দ্বাদশ আসর। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দুই দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড- কেউ হারেনি, কেউ জেতেনি। শেষ পর্যন্ত অদ্ভুত বাউন্ডারি নিয়মে বিজয়ী ঘোষণা করা হলো ইংল্যান্ডকে।

নানা ঘটন আর অঘটনে পরিপূর্ণ বিশ্বকাপ প্রায় দেড় মাসের মতো মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল ক্রিকেটে। পাঠক নন্দিত জাগোনিউজ২৪.কমও বিশ্বকাপজুড়ে চেষ্টা করেছে নানা আয়োজনকে ক্রিকেট ভক্তদের মাতিয়ে রাখতে।

পাঠকের চাহিদার কথা বিবেচনা করে ভিশন ইলেক্ট্রনিক্সের সহযোগিতায় জাগো নিউজ আয়োজন করেছে বিশ্বকাপের বিশেষ পোর্টাল, ‘জাগো ক্রিকেট বিশ্বকাপ’। যেখানে পাঠকদের অংশগ্রহনের জন্য ছিল কুইজ। বিশ্বকাপজুড়ে প্রতিদিনই কুইজের আয়োজন করা হয়েছে পাঠকদের জন্য। তিনটি করে প্রশ্ন দেয়া থাকতো। সঠিক উত্তর বাছাইয়ের জন্য অপশন চারটি।

অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিনই স্বয়ংক্রিয়ভাবে তিনজন বিজয়ী বাছাই করা হতো এবং তাদের নাম প্রকাশ করা হতো জাগো নিউজের কুইজ পেজে। নিম্নে প্রতি রাউন্ডের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হলো। এছাড়া বিজয়ীদের মোবাইল নাম্বার কিংবা ই-মেইল ঠিকানার মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। চাইলে জাগো ক্রিকেট বিশ্বকাপ পোর্টালের এই লিংকে গিয়েও বিজয়ী তালিকা দেখতে পারেন।

এভাবেই পাঠকদের জাগো নিউজ সম্পৃক্ত করে নিয়েছিল বিশ্বকাপ উম্মাদনায়। ৪৬ দিনের বিশ্বকাপে জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিশনের সহযোগিতায় জাগো নিউজ আয়োজন করেছে ৪৭ রাউন্ডের কুইজ। প্রতি রাউন্ডে বিজয়ী তিনজন করে। ভিশন ইলেক্ট্রনিক্সের সৌজন্যে অচীরেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

জাগো নিউজ-ভিশন বিশ্বকাপ কুইজ-২০১৯-এ ৪৭ রাউন্ডে বিজয়ীদের তালিকা

১ম রাউন্ড
১. রকিব, বগুড়া, ২. মাহবুবুল করিম, বরগুনা, ৩. নুর আক্তার, চট্টগ্রাম।

২য় রাউন্ড
১. মোহাম্মদ রাহাত, নোয়াখালী, ২. আফসারুজ্জামান, সিলেট, ৩. মেহেদী হাসান, ঝিনাইদহ।

৩য় রাউন্ড
১. হৃদয় আহমেদ, ঢাকা, ২. এমডি তুহিন, চট্টগ্রাম, ৩. সেলিনা বেগম, চট্টগ্রাম।

৪র্থ রাউন্ড
১. ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর, ২. লিমা আক্তার, মৌলভীবাজার, ৩. আবু বকর সিদ্দিক খান, গাজীপুর।

৫ম রাউন্ড
১. হাশমতুল্লাহ, রাজশাহী, ২. মুহাম্মদ মুস্তফা, শেরপুর, ৩. অদ্রিতা মাহমুদ, ঢাকা।

৬ষ্ঠ রাউন্ড
১. এমএম রহমান, ঢাকা, ২. গোলাম মোস্তফা, ঢাকা, ৩. এমডি আলামিন, ঢাকা।

৭ম রাউন্ড
১. সাকি মোহাম্মদ আবদুল বাকি, কুমিল্লা, ২. নূরজাহান রোজ, ঢাকা, ৩. আনোয়ার হাজারি, ঢাকা।

৮ম রাউন্ড
১. কামরুল আহসান, ঢাকা, ২. আবদুর রকিব, বগুড়া, ৩. ফারহানা আক্তার, ঢাকা।

৯ম রাউন্ড
১. সাবিহা সুলতানা, বরিশাল, ২. উম্মে মারুফা আশা, নারায়ণগঞ্জ, ৩. রহিমা খানম, ঢাকা।

১০ম রাউন্ড
১. মো. আবদুর রাজ্জাক, রাজশাহী, ২. মো. তুহিন রেজা, ঢাকা, ৩. আশরাফুন্নেসা, রাজশাহী।

১১তম রাউন্ড
১. সৈয়দা নূরজাহান চৌধুরী, সিলেট, ২. মো. আবু ইউসুফ আলি, রাজশাহী, ৩. নয়ন, ঢাকা।

১২তম রাউন্ড
১. মো. নবীন প্রামাণিক, বগুড়া, ২. মিকায়েল, নীলফামারী, ৩. আলতাফ হোসেন, খুলনা।

১৩ তম রাউন্ড
১. তাসনিয়া জাহিদ আরিয়া, ঢাকা, ২. আবদুর রহহিম, ঢাকা, ৩. মিন্নাজ জাহান, ঢাকা।

১৪তম রাউন্ড
১. বিউটি, ঝালকাঠি, ২. রহমান, ঢাকা, ৩. রফিকুল ইসলাম কামাল, সিলেট।

১৫তম রাউন্ড
১. প্রবাল কুমার সাহা, ঢাকা, ২. অনুপ কর্মকার, ফরিদপুর, ৩. খন্দকার উম্মে সালমা, মানিকগঞ্জ।

১৬তম রাউন্ড
১. নুসরাত বৃষ্টি, ঢাকা, ২. যুবরাজ, ঢাকা, ৩. রবিউল ইসলাম, চট্টগ্রাম।

১৭তম রাউন্ড
১. রাশেদুল আলম, রাঙ্গামাটি, ২. মোঃ তাওহীদুল ইসলাম, কক্সবাজার, ৩. ফারহানা শাহ, রাজশাহী।

১৮ তম রাউন্ড
১. মোঃ আতিকুল ইসলাম, ঢাকা, ২. রফিজ উদ্দিন, ময়মনসিংহ, ৩. লিটন খান, ঢাকা।

১৯তম রাউন্ড
১. মো. তওফিকুল ইসলাম, চট্টগ্রাম, ২. রাদ শাহমাত সুপ্রভ, কিশোরগঞ্জ, ৩. জসিম উদ্দিন, চট্টগ্রাম।

২০তম রাউন্ড
১. মনিরুজ্জামান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া, ২. মমিনুল হক খান, ঢাকা, ৩. মো. এ এম ফাহিম, কুমিল্লা।

২১তম রাউন্ড
১. মোঃ ইসমাইল, গাজীপুর, ২. ইশমাম মাহি, ঢাকা, ৩. মেহেদী হাসান, যশোর।

২২তম রাউন্ড
১. মো. মাসুদুর রহমান, ঢাকা, ২. আরিফ-উল ইসলাম, ঢাকা, ৩. সঞ্জিত, মানিকগঞ্জ।

২৩তম রাউন্ড
১. কোহিনুর আক্তার, ঢাকা, ২. মোর্শেদ আলি, ঢাকা, ৩. মিফতা নুর, চট্টগ্রাম।

২৪তম রাউন্ড
১. মো. নুরুজ্জামান মানিক, রংপুর, ২. দেলোয়ার হোসেন, নেত্রোকোনা, ৩. এমকে শিহাব, চাঁদপুর।

২৫তম রাউন্ড
১. মিজানুর রহমান, ফরিদপুর, ২. শাহাদাত, ভোলা, ৩. এ কে এম তারিকুল আলম, ফেনী।

২৬তম রাউন্ড
১. মোঃ অহিদ উল্লাহ, নোয়াখালি, ২. এম এম শামছুজ্জামান, কুষ্টিয়া, ৩. এম ডি সজিব হোসেন, বরিশাল।

২৭তম রাউন্ড
১. স্বর্ণা সরকার, ময়মনসিংহ, ২. জাকির হোসাইন জীবন, যশোর, ৩. মো. ওমর ফারুক, ঢাকা।

২৮তম রাউন্ড
১. আশিকুর রহমান, কুষ্টিয়া, ২. এমডি জালাল হোসাইন, মানিকগঞ্জ, ৩. এমডি আরমান, নারায়নগঞ্জ।

২৯তম রাউন্ড
১. সঞ্জিত মন্ডল, মানিকগঞ্জ, ২. এমডি কিবরিয়া, বগুড়া, ৩. জিয়াউর রহমান, ময়মনসিংহ।

৩০তম রাউন্ড
১. এমাদুল ইসলাম, ডাকা, ২. কামরান খান, ঢাকা, ৩. মো. আল আমিন গাজী, ঝিনাইদহ।

৩১তম রাউন্ড
১. মো. সেলিম আহমেদ, সুনামগঞ্জ, ২. মাহেজাবিন, ঢাকা, ৩. এহসানুল হক ফাহিম, ঢাকা।

৩২তম রাউন্ড
১. রুহুল আমিন, ঢাকা, ২. আবদুল খালেক, যশোর, ৩. মো. ফরহাদুল হাসান, নারায়নগঞ্জ।

৩৩তম রাউন্ড
১. মো. শাহ নিয়াজ, কক্সবাজার, ২. রুপা খাতুন, রাজবাড়ি, ৩. শারমিন মজুদমদার, ঢাকা।

৩৪তম রাউন্ড
১. সাবিহা সুলতানা, বরিশাল, ২. শিমুল মন্ডল, ঝিনাইদহ, ৩. মো. আবদুর রহীম মিয়া, গাইবান্ধা।

৩৫তম রাউন্ড
১. আবু তালহা, বগুড়া, ২. কামাল হোসেন, ঢাকা, ৩. পাবেল হোসাইন, মৌলভীবাজার।

৩৬তম রাউন্ড
১. হোসনে আরা বিউটি, ময়মনসিং, ২. মোহাম্মদ নুরুজ্জামান রতন, মানিকগঞ্জ, ৩. শাকিল হোসেন, ঢাকা।

৩৭তম রাউন্ড
১. সালমা বেগম, খুলনা, ২. শার্লক সমাদ্দার, পিরোজপুর, ৩. পিয়ার হোসাইন, ঢাকা।

৩৮তম রাউন্ড
১. সৌরাভ হোসাইন, মাদারিপুর, ২. মো. মাহফুজ আলম, চট্টগ্রাম, ৩. আবু শাহরিয়ার আদনান, রাঙামাটি।

৩৯তম রাউন্ড
১. গোলাম কিবরিয়া, বগুড়া, ২. এমডি রমজান, রাজবাড়ি, ৩. এমডি রিয়াজউদ্দিন, ঢাকা।

৪০তম রাউন্ড
১. মো. পলাশ সেপাই, বরিশাল, ২. রানী সাবিনা, রাজশাহী, ৩. রাকিবুল ইসলাম পলাশ, ঢাকা।

৪১তম রাউন্ড
১. আমিরুল ইসলাম, মাগুরা, ২. সুভা সেন গুপ্ত, চট্টগ্রাম, ৩. নুরুল আকসার, যশোর।

৪২তম রাউন্ড
১. ফারহানা আক্তার, ঢাকা, ২. রেজাউল করিম, গাজীপুর, ৩. আরকে মামুন, ঢাকা।

৪৩তম রাউন্ড
১. হাসিন ইশসাস, ঢাকা, ২. শারমিন বিপাশা, চট্টগ্রাম, ৩. সাদিয়া আফরোজ, কুড়িগ্রাম।

৪৪তম রাউন্ড
১. অঙ্কুর, ঢাকা, ২. আমিনা বেগম, ঢাকা, ৩. রনঞ্জয় গোলদার, ঢাকা।

৪৫তম রাউন্ড
১. মনিরুল ইসলাম, টাঙ্গাইল, ২. আবদুস সামাদ শিবন, সুনামগঞ্জ, ৩. সজিব, খুলনা।

৪৬তম রাউন্ড
১. হাসানুর ইমাম, ঝিনাইদহ, ২. মো. মোস্তফা কামাল, ময়মনসিংহ, ৩. নুর-উল মোমেন, ঢাকা

৪৭তম রাউন্ড
১. সালমা আক্তার, নরসিংদী, ২. সোমা রাণী পল কুষ্টিয়া, ৩. গোলাম মোস্তফা, যশোর।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।